শনিবার ৯ নভেম্বর, ২০২৪


ছবি: টুইটার।

তীর্থক্ষেত্র পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই লেগেছে ভয়াবহ আগুন। বুধবার রাতে মন্দিরের কাছে এখকটি মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। জানা গিয়েছে, প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে।
মন্দির চত্বর সংলগ্ন ওই ভিড়ে ঠাসা এলাকায় আচমকাই আগুন লেগে যায়। ১২ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, ওই বাজারের কাছেই অনেকগুলি কয়েকটি হোটেল রয়েছে। সেই সব হোটেলও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
আরও পড়ুন:

ঋষির মৃত্যু বা নিজে কন্যাসন্তানের বাবা হওয়া, কোনও কিছুরই প্রস্তুতি ছিল না: রণবীর

শিশুদের ঝুলে থাকলে উচ্চতা বাড়ে? এই ধারণা কি আদৌ ঠিক?

এ নিয়ে ওড়িশা টিভি জানিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ আগুন লাগে। গ্র্যান্ড রোডের মারিচীকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি জামা কাপড়ের দোকানে প্রথম আচমকা আগুন লেগে যায়। তার পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাজার এলাকায় পাশাপাশি থাকা দোকানগুলিতে।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: ওজন কমাতে ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারের মাঝে ‘হেলদি স্ন্যাকস’ খাচ্ছেন তো?

বিধানে বেদ-আয়ুর্বেদ, আর্থারাইটিসের ব্যথায় দীর্ঘ দিন কষ্ট পাচ্ছেন? স্বাভাবিক জীবন ফিরে পেতে ভরসা রাখুন আয়ুর্বেদে

বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ৪০টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরীর মন্দিরের কাছেই ওই বাজার চত্বরে আগুন লাগার সময় বহু পর্যটক সেখানে হাজির ছিলেন। তাঁদের তড়িঘড়ি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাজারের পাশাপাশি থাকা হোটেলগুলি থেকেও পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকেদের মধ্যে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করছে।

Skip to content