ছবি প্রতীকী।
ক্রমশ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এমন সময়ে প্রায় ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছে ছোট থেকে মানুষজন। অনেকেই চটজলদি সুস্থ হতে ‘অ্যান্টিবায়োটিক’ খেয়ে নিচ্ছেন। যদিও সাধারণ জ্বর, সর্দি, কাশিতে ঘন ঘন ‘অ্যান্টিবায়োটিক’ খাওয়া উল্টে বিরুপ প্রভাব ফেলতে পারে। এমনটাই জানিয়েছে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’।
‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কনট্রোল’ এবং ‘এনসিডিসি’র পেশ করা তথ্যের উপর ভিত্তিতে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ বা আইএমএ পরিষ্কার জানিয়েছে, যে সব ক্ষেত্রে জ্বর সাধারণত তিন দিনের বেশি স্থায়ী হয় না, সেগুলো ইনফ্লুয়েঞ্জা জাতীয় জ্বর। ফলে এই ধরনের ইনফ্লুয়েঞ্জা খুব বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছলে ‘অ্যান্টিবায়োটিক’ ব্যবহারের দরকার পড়ে না।
আরও পড়ুন:
অস্কার পুরস্কার বিতরণকারীদের তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা
সাইনাসের সমস্যায় জেরবার? এ সব উপায়ে ওষুধ ছাড়াই সুস্থ থাকুন
অনেকেই চিকিৎসকের কোনও রকম পরামর্শ ছাড়াই ওষুধ দোকান থেকে ইচ্ছে মতো ‘অ্যাজিথ্রোমাইসিন’, ‘অ্যামোক্সিক্ল্যাভ’ জাতীয় ওষুধ কিনে খেয়ে ফেলেন। এতে সমস্যা হল, শরীরে প্রয়োজন ছাড়াই আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। যা হয়তো আমাদের শরীরে তখন দরকার নেই। আর গণ্ডগোল হচ্ছে এখানেই। এবার যখন শরীরে প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে তখন আর ওই সব ওষুধগুলি ঠিক মতো কাজ করতে না।