রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ম্যাগি! নাম শুনলেই জিভে জল আসে এমন মানুষের সংখ্যা কম নয়। টিফিন হোক বা রান্নার ঝঞ্ঝাটে না গিয়ে পেট ভরা খাবারের সন্ধান— ইয়ং জেনারেশন ভরসা রাখে ম্যাগিতেই। কিন্তু চেনা ছকের বাইরে কি আরও আকর্ষণীয় করে ম্যাগি রান্না করা সম্ভব? তাহলে ম্যাগি ওমলেট রেসিপি বানিয়ে দেখুন। অবাক হচ্ছেন? রইল ম্যাগি ওমলেটের তৈরির প্রণালী। রেসিপি দিয়েছেন তনুশ্রী হাজরা, রেসিপি এক্সপার্ট।

Skip to content