সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন।

ব্রহ্মাণ্ডসুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত। তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। বসানো হয়েছে হার্টে স্টেন্টও। সুস্মিতা নিজেই তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।
তিনি বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেছেন, “নিজের হৃদয়কে খুশি রেখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে সবচেয়ে বেশি তোমার প্রয়োজন হবে। এ কথা বাবাই আমাকে বলেছিলেন।
আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: বাড়তি রক্তচাপ চিন্তা বাড়াচ্ছে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, কী করবেন না

খেতে শুরু করলে মুঠো মুঠো কিশমিশ খেয়ে ফেলেন? এতে শরীরের কী ক্ষতি হতে পারে?

তিনি আরও লিখেছেন, ”দিন কয়েক আগে আমার হার্ট অ্যাটাক হয়। আমার অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্টও বসেছে। বড় কথা হল, চিকিৎসক বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। যাঁরা আমার সেই কঠিন সময় আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

শাহরুখের ‘জওয়ান’ ছবিতে অল্লু অর্জুনকে অভিনয়ের প্রস্তাব! প্রত্যাশা পূরণ হবে অনুরাগীদের?

স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর

সুস্মিতা তাঁর পোস্টে এও লেখেন, “এখন এই পোস্টটা দেওয়ার কারণ হল, আমি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। আমি আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালোবাসি।”

বছর ৫০-এর সুস্মিতা ফিটনেস সচেতন। তিনি নিয়মিত শরীরচর্চা করেন। এর পরেও কেন হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী? প্রশ্ন অনেকেরই।

Skip to content