সোমবার ৭ অক্টোবর, ২০২৪


দেশের শীর্ষ আদালত নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ করল। এবার নির্দিষ্ট একটি কমিটি দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের ওই কমিটিতে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশজুড়ে সুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিন সদস্যের ওই কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে, আর তার ভিত্তিতেই রাষ্ট্রপতি কমিশনারদের নিযুক্ত করবেন।
আরও পড়ুন:

রোজ মাটিতে বসে খাচ্ছেন? জানেন কি এতে বিনা শ্রমেই তিনটি যোগাসনও হয়ে যাচ্ছে

হঠাৎ পায়ে ঝিঝি ধরেছে? কী ভাবে ছাড়াবেন? রইল ঘরোয়া টোটকা

উত্তম কথাচিত্র, পর্ব-২৫: আঁধার ভূবনে আবার কে তুমি জ্বেলেছ ‘সাঁঝের প্রদীপ’ খানি

শীর্ষ আদালতের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এও জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা দরকার। সেই জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের প্রধানের মতো একই ভাবে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করা উচিত। বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। শীর্ষ আদালতের এই পদক্ষেপকে অনেকেই ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন।

Skip to content