বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


বিধ্বংসী আগুন লাগল দিল্লির এক বহুতলে। অগ্নিকাণ্ডের জেরে সেটি হুড়মুড়িয়ে ভেঙেও পড়ে। ভয়ংকর সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লির রোশনারা রোডে একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আচমকা ওই চার তলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। স্থানীয়রাই দমকলে খবর দেন। আজ সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

১২২ বছরের ইতিহাসে উষ্ণতম ফেব্রুয়ারি, মার্চের শুরুতেই কলকাতার তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৩৫ ডিগ্রি

ভালো ত্বক চান? উপায় লুকিয়ে মুলতানি মাটিতে

পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে একটি লজিস্টিক সংস্থার কাজকর্ম চলত। তবে আগুন লাগার সময় সেখানে কেউ ছিলেন না। প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। পরের দিকে বহুতলের ভিতর থেকে আগুনের হলকা বেরতে থাকে। ক্রমে গোটা বাড়িটিকে আগুন গ্রাস করে নেয়। দমকলের ১৮টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ লাগে। দমকল বাহিনির আগুন নেভানোর কাজের মধ্যেই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মাত্র পাঁচ সেকেন্ডে বহুতলটি মাটিতে মিশে যায়।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৮: যেখানে বাঘের ভয় সন্ধে ঠিক সেখানেই হয়, আমারও ঠিক তাই হল

পুলিশ এও জানিয়েছে, আগুন লাগার পরই গোটা এলাকা খালি করে দেওয়া হয়। তাই বহুতলটি ভেঙে পড়লেও কারও কোনও ক্ষতি হয়নি। কী ভাবে আগুন লেগেছিল খতিয়ে দেখছে দমকল।

Skip to content