শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রাজ-শুভশ্রী। ছবি : ইনস্টাগ্রাম।

রাজ চক্রবর্তীর জন্মদিন ছিল গত ২১ ফেব্রুয়ারি। স্বামীর জন্মদিনটা বেশ বড় করেই আয়োজন করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মধ্যরাত থেকেই কেক কেটে শুরু হয় উদযাপন। রাতের পার্টি প্রতি মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি দেন শুভশ্রী। স্বামীকে প্রকাশ্যে আদরের এই ছবি দেখেই তাঁদের অনুরাগীদের একাংশ চটে গিয়েছেন। কারও বক্তব্য, ‘সবটাই লোক দেখানো’, কেউ আবার বলছেন, ‘এ কেমন বিধায়ক’!
তবে এই প্রথম নয়, বিভিন্ন সময় ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজের সঙ্গে ‘লিপলক’-এর ছবি দিয়ে নিন্দকদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী বারংবার। এ বার তাঁদের নিন্দার উত্তর দিলেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছেন, ‘‘আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই। আর এটা আমরা করেই যাব।’’
আরও পড়ুন:

ফের রান্নার গ্যাসের দাম বাড়ল, ৫০ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হল ১১২৯ টাকা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৮: যেখানে বাঘের ভয় সন্ধে ঠিক সেখানেই হয়, আমারও ঠিক তাই হল

শুধু চুম্বন নয়, রাজের রাজনৈতিক পরিচিতির কারণে অনেক সময়ই কটাক্ষের স্বীকার হন শুভশ্রী। বাদ যায়নি ছেলে ইউভানও। নায়িকার কথায়, তিনি ও তাঁর পরিবার সবসময় পজিটিভ থাকেন সব বিষয়েই। তাঁর বলেন, ‘‘আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী। আমরা প্রতিটা মুহূর্ত কর্ম করেই বাঁচি। এক মুহূর্ত নষ্ট করতে চাই না। তাই এ ধরনের কুকথায় খুব একটা পাত্তাও আমরা দিই না।’’
আরও পড়ুন:

হেলদি ডায়েট: অ্যাডিনোভাইরাসের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যে! ভাইরাস এড়াতে খুদের পাতে কী কী রাখবেন?

এ বার মেসেজ পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে! হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কী ভাবে মিলবে সুবিধা?

মার্চেই মুক্তি পাচ্ছে শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। অন্যদিকে, রাজও ব্যস্ত তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিং নিয়ে।

Skip to content