ছবি: প্রতীকী।
কেঁপে উঠল আফগানিস্তান। চিনা সীমান্তের কাছাকাছি বৃহস্পতিবার ভোরে আফগানিস্তান এবং তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার ভোর ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তান ভূমিকম্প অনুভূত হয়। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
প্রথম বার ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর ফের আফটার শকে কেঁপে ওঠে আফগানিস্তান এবং তাজিকিস্তান। রিখটার স্কেলে আফটার শকে কম্পনের মাত্রা ছিল ৫। প্রথম বার আফটার শকের পরে আবার একটি আফটার শক অনুভূত হয়। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।