![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/heatwave.jpg)
ছবি: প্রতীকী। সংগৃহীত।
ফেব্রুয়ারি মাস শেষ হতে এখনও সপ্তাহখানেক বাকি। এর মধ্যেই দেশের উত্তর এবং পশ্চিম অংশে তাপমাত্রার পারদ বাড়ছে লাফিয়ে। মৌসম ভবন (আইএমডি) ইতিমধ্যেই কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করে দিয়েছে। বসন্তেই যদি তাপমাত্রা এমন হয় তাহলে কেমন হবে গ্রীষ্মকাল? চিন্তায় আমজনতা। আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, পরিস্থিতি এমন হলে অদূর ভবিষ্যতে বসন্ত ঋতু বিলীন হয়ে যেতে পারে।
তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম ভারতে কোঙ্কণ এবং উত্তর-পশ্চিম ভারতের কচ্ছ অঞ্চলে। এ প্রসঙ্গে মৌসম ভবন জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে এখনই দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি কথায়, ভারতে এই প্রথম এত আগে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল। সাধারণ ভাবে মার্চের পর থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/Ramakrishna-2.jpg)
পর্ব-৮: হৃদয়মন্দিরে মন শুদ্ধ করে দেবতা প্রতিষ্ঠা করলে তবেই তো দেবতার পুজো হবে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/mudskipper.jpg)
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৩: সুন্দরবনের সুন্দর মাছ
হাওয়া দফতর সূত্রে খবর, এই সময় উত্তর এবং পশ্চিম ভারতের শহরগুলোতে দিনেরবেলায় যে তাপমাত্রা থাকে, এখন তার তুলনায় প্রায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি! মৌসম ভবনের বক্তব্য, দিল্লিতে এখন দিনেবেলায় তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। আগামী তিন-চার দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/Rabindranath-7.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫২: বইয়ের সব কপি কবির নির্দেশে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/toothbrush.jpg)
কত দিন অন্তর পরিবর্তন করবেন আপনার টুথব্রাশ? না হলে বাড়তে পারে বিপদ
সাধারণত গ্রীষ্মকালেই তাপপ্রবাহ হয়। অনেক সময় স্থানীয় এলাকা নির্বিশেষে বদলে যায় তাপপ্রবাহের সংজ্ঞা। কোনও একটি অঞ্চলে নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ তাপমাত্রার গড়ের বেশি তাপমাত্রা হলে বলা চলে তাপপ্রবাহ হচ্ছে। তাই মে মাসে যদি কোনও অঞ্চলের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তাহলে তাপপ্রবাহ হবেই, এমনটা বলা যায় না। আবার মার্চেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম ভারতের একাধিক জায়গায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবনের।