শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


খারাপ ফিল্ডিং এবং বোলিংয়ের জন্য ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। অন্যদিকে, অধিনায়ক হরমনপ্রীত কৌর আউট রান তাড়া করতে আউট হয়ে যান। সব মিলিয়ে চাপে বেশ পড়ে যায় ভারত। একটা সময় মনে হচ্ছিল, ভারত প্রথম ম্যাচ হেরেই শুরু করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও রিচা ঘোষ ও শেফালি বর্মা সব অঙ্ক ওলটপালট করে দেন। রিচা ও শেফালির জুটিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়ে দিল। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে হরমনপ্রীতরা বিশ্বকাপ অভিযান শুরু করলেন। ক্রিকেটদুনিয়া শুরুতেই হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল।
চোটের জন্য দল থেকে ছিটকে যান সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ১৫০ রানের টার্গেট তুলতে হিমশিম খেতে হয় হরমনপ্রীতদের। ম্যাচের শুরু থেকে রাধা যাদবরা পাক ব্যাটসম্যানদের বেশি রান করতে দেননি। যদিও শেষের ওভারগুলিতে দীপ্তি শর্মারা অনেক রান দিয়ে ফেলেন।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: হাড়ের সমস্যায় ভুগছেন? কী ভাবে নেবেন যত্ন? হাড় মজবুত রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় এই সব বদল আনুন

পাকিস্তান টসে জিতে ব্যাট করে। দীপ্তি শর্মা দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খানের উইকেট নেন। ভারতীয় স্পিনারদের দাপটে পাকিস্তানের পর পর উইকেট পড়তে থাকে। পাকিস্তান প্রথম ১০ ওভারে ৫৮ রান তোলে। পাক অধিনায়ক বিসমা মারুফ ৬৮ করে অপরাজিত থকেন। আয়েশা নাসিম করেন ৪৩ রান। পাকিস্তান মোট ১৪৯ রান করে।

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫১: বিয়েশাদির ঠাকুরবাড়ি

১৫০ রান তাড়া করতে গিয়ে ভারতকে শুরুতে সমস্যায় পড়তে হয়নি। ইয়াস্তিকা ভাটিয়া আউট হয়ে গেলেও রান রেট ঠিক ছিল। শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ সবাই রাং পান। যদিও ১০ ওভারের পর থেকে রান গতি কমে যায়। তবে জেমাইমার সঙ্গে ম্যাচের হাল ধরে নেন রিচা। দুরন্ত ইনিংস খেলে ভারতকে জেতান তিনি।

Skip to content