বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এই প্রথম বার দেশে লিথিয়ামের খোঁজ মিলল। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের হদিস পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ক্রমশ মোবাইল ফোন এবং বৈদ্যুতিক গাড়ির মতো বৈদ্যুতিন যন্ত্রের চাহিদা ঊর্ধ্বমুখী। মোবাইল ফোন এবং বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির অন্যতম উপাদান লিথিয়াম। এই উপাদান বেশ দামিও। এর অন্যতম কারণ ভারতকে লিথিয়াম আমদানি করতে হয়। এ বার লিথিয়ামের হদিস পাওয়ায় ফলে এ বার দেশে ব্যাটারি শিল্পে নতুন দিগন্ত খুলতে পারে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন:

বিদায় বেলায় খানিকটা কমল শীত, কত দিন স্থায়ী হবে? জানাল হাওয়া দফতর

নাম নথিভুক্ত করেও ২ লাখ পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে না, অতিমারির প্রভাবকেই দায়ী করল পর্ষদ

কেন্দ্রীয় খনি মন্ত্রক পরিকল্পনা করছিল প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের উপর জোর দিতে। লিথিয়াম-সহ বিভিন্ন খনিজ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে আনার জন্য সক্রিয় পদক্ষেপ করেছিল সরকার। সরকার অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে লিথিয়াম-সহ বিভিন্ন খনিজ আনার জন্য পদক্ষেপ করেছিল। ভারত লিথিয়ামের জন্য এত দিন অন্য দেশের উপর নির্ভরশীল ছিল। কেন্দ্রীয় খনি মন্ত্রকের আশা, এ বার দেশেই লিথিয়ামের হদিস মেলায় সেই নির্ভরতা কমবে।
আরও পড়ুন:

পর্ব-৩৩: শোকস্তব্ধ অযোধ্যানগরী কি আপন করে নিল ভরতকে?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪১: মৎস্যজীবীদের মীন সংগ্রহে যথাযথ প্রশিক্ষণ দিলে প্রচুর অপচয় কমবে, রক্ষা পাবে মাছের জীব বৈচিত্র্যও

কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ বলেছেন, ‘‘আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজের হদিস পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।’’ খনি মন্ত্রক এও জানিয়েছে, শুধু লিথিয়াম নয়, সেই সঙ্গে ৫টি সোনার খনির সন্ধানও মিলেছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ুতেও খনিজ পদার্থ মিলেছে। সেই সব খনিজ পদার্থের মধ্যে পটাশ, মলিবডেনামও রয়েছে।

Skip to content