শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


সোমবার ভোরে প্রথম ভূমিকম্প হয় তুরস্ক এবং সিরিয়ায়। তীব্র ঝাঁকুনিতে ভেঙে পড়ে হাজার হাজার বহুতল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র আশঙ্কা, ভূমিকম্পে দুই দেশে মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে। মঙ্গলবার দুপুরে তুরস্ক পঞ্চম বার কেঁপে ওঠে।
এখনও পর্যন্ত সিরিয়া এবং তুরস্কে মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছারিয়েছে ২০ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এই শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত ৮ গুণ বাড়তে পারে!
আরও পড়ুন:

সিরিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্পের মধ্যেই জন্মাল বিস্ময়শিশু! ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার অনাথ সদ্যোজাতের

চার হাত হল সিড-কিয়ারার, ঘোড়ায় চেপে প্রবেশ নায়কের, বধূবেশে কী পরলেন কিয়ারা?

এদিকে, তুরস্ক সরকার এক সপ্তাহ জাতীয় শোক ঘোষণা করেছে। প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরেদোয়ান একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘সবাই সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত হয়েছেন। শীতের মরসুম, প্রবল ঠান্ডা এবং ভূমিকম্পের ভয়বহতার মধ্যেও উদ্ধারকারীরা নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’

Skip to content