সিরিয়ার বিস্তীর্ণ এলাকা তীব্র ভূমিকম্পের জেরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গৃহহীন হাজার হাজার মানুষ। ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া এমনই একটি আবাসনের তলা থেকে এক সদ্যোজাতে উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, ভূমিকম্পের মধ্যেই শিশুটির জন্ম হয়েছে। ধ্বংসস্তুপের নীচেই ও প্রথম নিঃশ্বাস নিয়েছে। যদিও সদ্যজাতের মা-বাবা কেউই বেঁচে নেই। জন্মেই সে অনাথ হয়ে পড়ে। এ নিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা তুরস্কের আলেপ্পোয় একটি আবাসনের ধ্বংসস্তুপ থেকে শিশুটিকে তুলে আনছেন।
আরও পড়ুন:
চার হাত হল সিড-কিয়ারার, ঘোড়ায় চেপে প্রবেশ নায়কের, বধূবেশে কী পরলেন কিয়ারা?
উত্তম কথাচিত্র, পর্ব-২৩: মোর সাধের বাসরে ঘটল ‘গৃহ প্রবেশ’
One of the youngest survivors of the earthquake in Turkey. One baby that was rescued in Aleppo was born under the rubble (video) #Turkey #Turkiye #TurkeyEarthquake #earthquaketurkey #Syria #Syrie pic.twitter.com/ZdCorQ2vQo
— REPORT WAR (@troy_dalio) February 6, 2023
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক মহিলা কর্মী শিশুটিকে কোলে তুলে নেন। উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে। উত্তর-পূর্ব সিরিয়ার আফরিনের গ্রামীণ অঞ্চল জেন্ডারেসে উদ্ধারকাজ চলছিল। সেখানেই ওই সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। যদিও শিশুর পরিবারের কেউ বেঁচে নেই। শিশুটি সম্পর্কে বিস্তারিত তথ্যও জানা যায়নি।
খেতে শুরু করলে মুঠো মুঠো কিশমিশ খেয়ে ফেলেন? এতে শরীরের কী ক্ষতি হতে পারে?
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫: মেরুর দিকে পৃথিবী কিছুটা চাপা, তাই এখানে দুটি কাছাকাছি অঞ্চলের মধ্যেও সূর্যালোকের পার্থক্য অনেকটা
সোমবার ভোরে প্রথম ভূমিকম্প হয় তুরস্ক এবং সিরিয়ায়। তীব্র ঝাঁকুনিতে ভেঙে পড়ে হাজার হাজার বহুতল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র আশঙ্কা, ভূমিকম্পে দুই দেশে মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে। মঙ্গলবার দুপুরে তুরস্ক পঞ্চম বার কেঁপে ওঠে। এখনও পর্যন্ত সিরিয়া এবং তুরস্কে মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছারিয়েছে ২০ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এই শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত ৮ গুণ বাড়তে পারে!