বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ভারতীয় ক্রিকেটে বিনিয়োগ আদানি গোষ্ঠীর।

মুকেশ অম্বানির রিলায়্যান্স, টাটা গোষ্ঠীর পর গৌতম আদানির আদানি গোষ্ঠী। অবশেষে ভারতীয় ক্রিকেটে ঢুকে পড়ল আদানি গোষ্ঠী। সব থেকে বেশি দর দিয়ে মহিলাদের আইপিএলে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেল আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড।
অম্বানির রিলায়্যান্স গোষ্ঠী আইপিএলের সঙ্গে প্রথম থেকেই যুক্ত। তাদের কাছে আছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানা। এছাড়াও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহিতেও রিলায়্যান্স গোষ্ঠীর দল রয়েছে। ভারতের অন্যতম বড় বেসরকারি সংস্থা আদানি গোষ্ঠী এত দিন ক্রিকেট থেকে দূরেই ছিল। এ বার মহিলাদের আইপিএল গৌতম আদানির প্রতিষ্ঠানকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করল।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৩: মেডিকেল কলেজ থেকে বিশ্বকাপ

বায়োপিকের জন্য মুম্বইয়ে উড়ে গেলেন সৌরভ, বড় পর্দায় ‘মহারাজ’-এর ভূমিকায় কাকে দেখা যাবে?

আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড সব থেকে বেশি দামে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে। আমদাবাদ শহর থেকে তাদের দল খেলবে। আদানি গোষ্ঠী মোট ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে এই দলটি কিনেছে।
আরও পড়ুন:

যত অশান্তি চিনি নিয়ে! তাহলে কি জীবনে থেকে মিষ্টিকে বাইবাই করে দিতে হবে?

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪: যা পুরুষ নন, তাই হলেন নারী

প্রথম বছরেই মহিলাদের আইপিএল টাকার অঙ্কে ছাপিয়ে গিয়েছে ২০০৮ সালের ছেলেদের আইপিএলকে। এমনটা টুইট জানিয়েছেন করে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহও। উল্লেখ্য, মহিলাদের আইপিএলে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয়েছে। পাঁচটি দল বিক্রি করে বিসিসিআইয়ের কোষাগারে এসেছে মোট ৪৬৬৯ কোটি ৯৯ লক্ষ টাকা।

Skip to content