শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আমেরিকা যাঁরা প্রথম বার যাবেন, মার্কিন প্রশাসন তাঁদের ভিসা পাওয়া পদ্ধতিকে আরও সহজ করতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। ভিসার জন্য যাঁরা প্রথম বার আবেদন করছেন, তাঁদের সাক্ষাৎকার পর্বের জন্য অতিরিক্ত কিছুটা সময় ব্যয় করতে হবে শনিবার। ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে আমেরিকার দূতাবাস।

নিয়ম হল, ভিসার আবেদন করলে বিদেশ দফতর আবেদনকারীর সাক্ষাৎকার নেয়। প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ হওয়ায় অনেকেরই ভিসা পেতে অনেকটা সময় লেগে যায়। আবেদনকারীর সাক্ষাৎকার পর্ব যাতে আরও দ্রুততার সঙ্গে করা সম্ভব হয়, তার জন্য আমেরিকা প্রশাসন বিশেষ উদ্যোগী হয়েছে।
সেই মতো শনিবার করে কনস্যুলার কার্যক্রম চালু হয়েছে নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস এবং কলকাতা, মুম্বই, চেন্নাই এবং হায়দরাবাদের কনস্যুলেটগুলিতে। যাঁরা ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের প্রয়োজনের কথা ভেবেই সাক্ষাৎকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী মাসগুলিতে প্রতি শনিবারও সাক্ষাৎকার নেওয়া হবে প্রথম বার ভিসা আবেদনকারীদের।
আরও পড়ুন:

গজ কাপড়ের টুকরো পেটে, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের

ইংলিশ টিংলিশ: জেনে নাও Unseen Comprehension এ কীভাবে পাবে ফুল মার্কস এবং পড়বে কোন Phrasal Verbগুলো

করোনা সংক্রমণের জন্য বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয় ভারতে। বিদেশযাত্রার ক্ষেত্রে ভারত যেমন কড়া পদক্ষেপ করে, তেমনই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য মার্কিন প্রশাসনও জারি করে নিষেধাজ্ঞা। ছাড় ছিল কেবল জরুরি পরিষেবায়। যদিও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্রমশ সেই নিষেধাজ্ঞা উঠেছে। স্বাভাবিক হয়েছে উড়ান পরিষেবা।

এদিকে, করোনা পরিস্থিতির সময় থেকে যে সব ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার এখনও বাকি রয়েছে, সেগুলিকে দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ পাঠানো হয়েছে। এও জানা গিয়েছে, ভিসার ক্ষেত্রে ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:

খাই খাই: রাতে নিরামিষ পদে স্বাদ বদল চাই? বানিয়ে ফেলুন তেল পটল

যোগা-প্রাণায়াম: মুখে বলিরেখা পড়ছে? জেনে নিন সহজ সমাধান

উল্লেখ্য, প্রায় এক লক্ষ ভারতীয় পড়ুয়াকে ২০২২ সালে ভিসা দিয়েছে আমেরিকা প্রশাসন। এ ছাড়াও, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের বেশির ভাগেরই সাক্ষাৎকার পর্ব শেষ হয়ে গিয়েছে। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক পদস্থ কর্তা জানান, ‘‘আগামী গ্রীষ্মের মধ্যে আগের মতো সব কর্মী কাজ করবেন। আশা করা হচ্ছে, করোনা পরিস্থিতির আগে যে ভাবে দ্রুত ভিসার কাজ সম্পন্ন হত, এ বারও সেরকমই হবে।’’ মুম্বইয়ের কনস্যুলার প্রধান জন ব্যালার্ড-এর কথায়, ‘‘ভারত জুড়ে আন্তর্জাতিক ভ্রমণকারীদের চাহিদা মেটাতে এবং তাঁদের অপেক্ষার সময় কমাতেই এই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। এই চেষ্টা জারি থাকবে।’’

Skip to content