দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক। আর এক মাসের মতো সময় হাতে। জীবনের প্রথম বড় পরীক্ষা। আমি নিশ্চিত তোমাদের সক্কলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ওই প্রস্তুতিকে আরও মজবুত করবে আজকের এই ক্লাস। প্রথমেই বলি, নার্ভাস একটু লাগবে কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দিও না। প্রথম পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখবে ভয় অনেকটাই কেটে গিয়েছে। আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।