রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


নেপালে একটি যাত্রিবাহী বিমান ভেঙে পড়ছে। পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ৭২ আসনের এই বিমানটি ভেঙে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ওই বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের এই বিমানটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কাস্কি জেলার কাছে একটি এলাকায় সেটি ভেঙে পড়ে। বিমানটি টেক অফের মাত্র ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে।
আরও পড়ুন:

আবার নামবে তাপমাত্রার পারদ? কী পূর্বাভাস দিল হাওয়া দফতর

বোন ম্যারো প্রতিস্থাপন হবে হৃতিক রোশনের! কোন জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি?

রবিবার এখনও পর্যন্ত অন্তত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, ‘‘বিমানটি কেন ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত আছেন কি না, তাও এখন বলতে পারছি না। বিমানটি ভেঙে পড়া মাত্রই তাতে আগুন লেগে যায়। উদ্ধারকার্য চলছে। একই সঙ্গে আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার আশা খুই ক্ষীণ।

Skip to content