শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফের জাঁকিয়ে পড়বে শীত? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাড়াতাড়িই রাজ্যে ফের তাপমাত্রার পারদপতন শুরু হবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শনিবারও মহানগরের পারদ ১৯ ডিগ্রি ছিল।
শনিবার ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। হাওয়া দফতর জানিয়েছে, রবিবারও কলকাতার তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ মেঘলা থাকবে। তবে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করে কলেজে আসতে হবে না, ছাত্রীদের জন্য বাড়তি ছুটি ঘোষণা কেরলের বিশ্ববিদ্যালয়ের

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৮: মাছের ডিম বার্ধক্যের ছাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়! মাছের ডিমের এই অবাক করা গুণের কথা জানতেন?

আবহবিদদের কথায়, পশ্চিমি ঝঞ্ঝার জন্য দুর্বল হয়েছিল উত্তুরে হাওয়া। সে কারণে শীতের এই সাময়িক ‘ছুটি’। তবে হাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার রাত থেকেই ফের তাপমাত্রা নামতে শুরু করবে। ফের চেনা ছন্দে ফিরবে শীতকাল।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

এদিকে, শীত উধাও হলেও, কুয়াশার কোনও ঘাটতি নেই। রবিবার সকালেও শহরের নানা প্রান্ত ঘন কুয়াশায় ঢেকেছে। হাওয়া অফিস অবশ্য জানিয়েছে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

Skip to content