শিশুদের দুধের দাঁত গজিয়ে যায় সাধারণত ছয় থেকে নয় মাস বয়সের মধ্যে। এই দাঁত গজানোর সময়ে কোনও কোনও শিশুর নানা রকম সমস্যা দেখা যায়। সমস্যাগুলির সমাধান কী ভাবে সম্ভব?
● শিশুর নতুন দাঁত ওঠার সময়ে অনেক সময় খুব ব্যথা হয়। সবার সেই ব্যথা সহ্য করার ক্ষমতা এক রকম নয়। তাই খুব বেশি ব্যথা হলে, চিকিৎসকের পরামর্শ জরুরি।
● এ সময়ে ওদের লালার পরিমাণ অনেকটা বেড়ে যায়। তাই এ সময়ে পাতলা সুতির কাপড় দিয়ে বার বার ওই লালা মুছে দিন।
● নতুন দাঁত ওঠার সময়ে শিশু অনেক সময় বেশ ঘ্যানঘ্যানে হয়ে যায়। ওদের খিদেও কিছুটা কমে যায়। এই সব সমস্যা খুব স্বাভাবিকও। তবে জ্বর, বমি, পেটের গণ্ডগোলের মতো সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
● শিশুর যখন দাঁত ওঠে তখন ওদের মধ্যে কামড়ানোর প্রবণতা বৃদ্ধি পায়। এ সময়ে সমস্যার সমাধানে চিকিৎসকের সাধারণত কামড়ানোর খেলনা দেওয়ার পরামর্শ দেন। এতে দাঁতের কোনও ক্ষতি হবে না। এগুলি শিশুর হাতে দেওয়ার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এতে শিশুর আরাম হবে।
● শিশুদের নতুন দাঁত ওঠার সময়ে ওদের মিষ্টি খাবার খুব বেশি দেওয়া উচিত নয়। শিশুচিকিৎসকরা জানাচ্ছেন, বিশেষ করে রাতে একেবারেই মিষ্টি খাবার দেওয়া উচিত নয়।