বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অনেকেই বিভিন্ন সময়ে রূপচর্চার নানা রকম সামগ্রী কেনাকাটি করেন। আর কেউই চান না সেগুলো তাড়াতাড়ি শেষও হয়ে যাক। আবার এও চিন্তাও হয়, রূপচর্চার এই সামগ্রীগুলি বেশি দিন জমিয়ে রাখলে আবার নষ্ট হয়ে যাবে না তো!
তখন মনে হয়, রূপচর্চার ওই সব সামগ্রীগুলি যদি আরও বেশি দিন রাখা যেত? এমন ভাবনাও মাঝেমাঝে মনে আসে? তবে এ নিয়ে মন খারাপ না করে কয়েকটি সহজ উপায় মেনে চললে কাজটি খুব কঠিন হয় না।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি, আপনি কি নাক ডাকার সমস্যায় জেরবার? রেহাই পেতে এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

 

কী ভাবে আয়ু বাড়ানো যাবে রূপচর্চার সরঞ্জামের?

কোন জায়গায় এবং কী ভাবে রাখা হচ্ছে, তার উপরেই নির্ভর করে রূপচর্চার সামগ্রীর আয়ু। ফেস প্যাকের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। কারণ এই জিনিসটি সবচেয়ে আগে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। ক্রিম বা ফেস প্যাক দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে গেলে তাও সম্ভব। তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

চিতল মাছের তো খেয়েছেন, এবার চিংড়ির মুইঠ্যার স্বাদ নিন, রইল সহজ রেসিপি

ফেস প্যাকের মুখ খুলে রাখা যাবে না।
ব্যবহারের পর এমন ভাবে রাখতে হবে, তার মধ্যে যেন কোনও ভাবে হাওয়া না ঢুকতে পারে।
ফেস প্যাকে বোতল বা কৌটোটি রোদের থেকে অনেক দূরে রাখতে হবে।
এমন কোথাও রাখতে হবে, যাতে জানলা দিয়ে রোদের তাপ এসে না পড়ে তার ওপর।
গায়ে না পড়ে। রোদে যেমন রাখা যাবে না, সেরকমই ভিজে জায়গায় রাখলেও চলবে না। তাতেও ফেস প্যাকের আয়ু কমবে।

Skip to content