প্রথমেই বলি বাক্যের transformation করার সময় Positive Degree -র আগে as এবং পরে as বসে।
Comparative Degree -র পরে সবসময় than বসে।
Superlative Degree -র আগে সবসময় the বসে।
ইংলিশ টিংলিশ: সহজে শিখে নাও Adjective-এর Degree Change কাকে বলে
উত্তম কথাচিত্র, পর্ব-১৮: দেখা-অদেখা চেনা-অচেনায় ‘মরণের পরে’
এ বারে আসি transformation -এ
এখানে
যাকে আমরা অন্যভাবে বলতে পারি ‘এশিয়ার থেকে বড় মহাদেশ আর বিশ্বে নেই।’
● এই বাক্যটিকে যদি আমরা positive degree -তে নিয়ে যাই তাহলে এই রকম হবে।
● এই বাক্যটিকে যদি আমরা comparative degree -তে নিয়ে যাই তাহলে এই রকম হবে।
ভালো করে দ্যাখো দুটি ক্ষেত্রেই কিন্তু বাক্যের অর্থটি একই থেকে যাচ্ছে—এশিয়া বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ।
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১: স্নানের আগে রোজ সর্ষের তেল মাখেন?
খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি
● এবারে দ্যাখো যদি বাক্যটি এইরকম হয়।
আগের বাক্যটির থেকে এই বাক্যটির একটু তফাত আছে। এখানে বলা হচ্ছে এশিয়া বিশ্বের অন্যতম বড় মহাদেশ। আগের বাক্যের থেকে তফাৎ কী? আগের বাক্যে বলা হয়েছিল যে এশিয়া বিশ্বের সবথেকে বড়ো মহাদেশ। অর্থাৎ, এশিয়ার থেকে বড় আর কেউ নেই। কিন্তু এখানে বলা হচ্ছে যে এশিয়া বিশ্বের অন্যতম বড় মহাদেশ। মানে এশিয়া বড় কিন্তু একমাত্র বড় মহাদেশ নয়। এশিয়ার মতো বড়োমহাদেশ আরও আছে।
● এই বাক্যটিকে যদি আমরা positive degree -তে নিয়ে যাই তাহলে এই রকম হবে।
● এই বাক্যটিকে যদি আমরা comparative degree তে নিয়ে যাই তাহলে এই রকম হবে।
ভালো করে দ্যাখো দুটি ক্ষেত্রেই কিন্তু বাক্যের অর্থটি একই থেকে যাচ্ছে—এশিয়া বিশ্বের অন্যতম বড় মহাদেশ।
এ ভাবে বাক্যের অর্থ একই রেখে
মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…
● আর এক ধরনের transformation হয়, শুধু positive এবং comparative degree -র মধ্যেই।
এখানে মালা এবং রিমার উচ্চতার মধ্যে তুলনা হচ্ছে। বলা হচ্ছে মালা রিমার থেকে লম্বা।
লেখার সঙ্গে দেওয়া