রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

২৪ জানুয়ারি থেকে টানা ১১ দিনে ১২৪ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এঁরা সবাই বিদেশ থেকে এসেছেন। উল্লেখ করার মতো বিষয় হল, এর মধ্যে ১১টি ওমিক্রনের উপরূপে আক্রান্তের সন্ধান মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বৃহস্পতিবার এই তথ্য জানা গিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৯.০৫ লক্ষ যাত্রী এসেছেন আকাশপথে, স্থল এবং জলপথে। এদের মধ্যে ১৯,২২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১২৪ জনের দেহে রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। ৪০ করোনা আক্রান্ত যাত্রীর জনের নমুনার ‘হোল জিনোম সিকোয়েন্সিং (ডব্লিউএসজি) করে দেখা হয়েছে। তাতে দেখা গিয়েছে, মোট ১১টি ওমিক্রনের উপরূপে আক্রান্ত রয়েছেন।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৭: মাছ বাজারের বর্জ্যই এখন মূল্যবান সামগ্রী প্রস্তুতের অন্যতম সেরা উপাদান হতে চলেছে

ঘরদোর পরিষ্কারের সময় যে জায়গাগুলির করার কথা আমাদের মাথাতেই আসে না, কীভাবে পরিষ্কার করবেন?

স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আন্তর্জাতিক যাত্রীদের ৪০টি নমুনার ‘হোল জিনোম সিকোয়েন্সিং (ডব্লিউএসজি) করা হয়েছে। তার মধ্যে ১৪ জনের দেহে ওমিক্রনের উপরূপ এক্সবিবি, তারও উপরূপ এক্সবিবি.১, এক্সবিবি.২, এক্সবিবি.৩.৪.৫ পাওয়া গিয়েছে। বিকিউ.১১ এবং তার উপরূপ বিকিউ১.১২২ এবং বিকিউ১.১.৫:৯ পাওয়া গিয়েছে ৯ জনের দেহে। এসব ছাড়াও বিএ.৫.২ বিএফ৭.৪.১, সিএইচ.১.১ এবং সিএইচ ১.১.১ উপরূপের সংক্রমণের হদিসও পাওয়া গিয়েছে।’’ স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্তদের নিভৃতবাসে রাখা হয়েছে।
আরও পড়ুন:

রেকর্ড পারদপতন কলকাতায়! শহরের পারদ এক ধাক্কায় নেমে ১০ ডিগ্রির ঘরে, বর্ধমান, দার্জিলিং, কালিম্পংয়ে কত?

ডেস্কটপের স্ক্রিনলক থেকে স্টেটাসে ভয়েস নোট, নতুন বছরে হোয়াটসঅ্যাপ আর কী কী ফিচার আনছে?

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২৪ ডিসেম্বর থেকে প্রতিটি আন্তর্জাতিক উড়ান থেকে আসা যাত্রীদের মধ্যে ২ শতাংশের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে চিন, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান এবং সিঙ্গাপুর বিমানবন্দর হয়ে আন্তর্জাতিক যাত্রীরা ভারতে এলে তাঁদের বিমান ধরার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট পেশ করতে হবে। শুধু তাই নয়, ওই রিপোর্ট নেগেটিভও হতে হবে।
আগে নিয়ম ছিল, চিন, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান এবং সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদেরই বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর-এর নেগেটিভ রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ‘সুবিধা’ পোর্টালে আপলোড করতে হবে।

Skip to content