ছবি প্রতীকী
বছরের শুরুতে জমিয়ে পড়েছে ঠান্ডা। তাপমাত্রার পারদপতন হচ্ছে ধীরে ধীরে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও শহরের মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রার থেকে আজকের তাপমাত্রা কম। আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, বুধবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। ভোরের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকলেও বেলার দিকে কুয়াশা কেটে যাবে, জানিয়েছে হাওয়া অফিস। আজ আকাশ ঝলমলে থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
৫০-এর পরেও ঝকঝকে স্বাস্থ্যজ্জ্বল ত্বক চাই? এর জন্য কী কী করবেন?
আবারও বন্দে ভারত এক্সপ্রেসে হামলা! মালদেহর পর এ বার নিউ জলপাইগুড়িতে ঢোকার মুখে কামরার জানলায় পাথর
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিন দুয়েক আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। এই কুয়াশার পরিমাণ বাড়ার জন্য কিছুটা হলেও উত্তুরে হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রার পারদ আস্তে আস্তে কমবে। সেই সঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে কলকাতার সর্বনিম্ন পারদ ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে বলেও হাওয়া দফতর জানিয়েছে।