রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রাতে আরও পারদ পতন হবে। জমিয়ে পড়বে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দিন পাঁচেক শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিন ভরের দিকে অকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। এখন রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। আগামী ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রার পারদ একটু হলেও কমবে। তবে পাঁচ জানুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় কমে ১৪ ডিগ্রির আশপাশে থাকবে। যদিও স্বাভাবিক তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকার কথা। আগামী ৫ জানুয়ারি থেকে তাপমাত্রা কমে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। আবার কোনদিন হয়তো ১২ ডিগ্রির সেলসিয়াসের ঘরেও তাপমাত্রা নামতে পারে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…

চলো যাই ঘুরে আসি: মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। বিশেষ করে ঘন কুয়াশা থাকবে মালদা এবং দুই দিনাজপুরের কিছু কিছু এলাকা। আগামী দু’দিন অন্যান্য জেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৫ জানুয়ারি থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ সামান্য কমবে। তবে এই তাপমাত্রা বেশি দিন স্থায়ী হবে না। আগামী ৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে।

Skip to content