ছবি প্রতীকী
ধীর গতিতে হলেও করোনা সংক্রমণ বাড়ছে। তাই হাতে সময় থাকতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। এর আগেও কেন্দ্র কড়া বিধিনিষেধ চালু করেছিল করোনা সংক্রমণের হার বেশি এমন ৬টি দেশ ফেরত যাত্রীদের জন্য। এ বার ওই ৬টি দেশ ছুঁয়ে বিমানে করে যাঁরা ভারতে আসবেন, তাঁদের জন্যও কড়া বিধি জারি করা হয়েছে।
ওই ৬টি দেশ হল —চিন, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান এবং সিঙ্গাপুর। নতুন নির্দেশে বলা হয়েছে, ওই ৬টি দেশের বিমানবন্দর হয়ে আন্তর্জাতিক যাত্রীরা ভারতে এলে তাঁদের বিমান ধরার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট পেশ করতে হবে। শুধু তাই নয়, ওই রিপোর্ট নেগেটিভও হতে হবে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রায় ৮ লাখ টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হবে, জানিয়ে দিল পর্ষদ
উত্তম কথাচিত্র, পর্ব-১৮: দেখা-অদেখা চেনা-অচেনায় ‘মরণের পরে’
আগে নিয়ম ছিল, চিন, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান এবং সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদেরই বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর-এর নেগেটিভ রিপোর্ট দিতে হবে।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল, গত ২০ ডিসেম্বর পর্যন্ত চিনের ১৮ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে জায়গা পর্যন্ত নেই। দীর্ঘ লাইন দিতে হচ্ছে শেষকৃত্যের জন্য। এও জানা গিয়েছে, করোনা আবহে বিদেশফেরত যাত্রীদের জন্য আরও কড়া বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল, গত ২০ ডিসেম্বর পর্যন্ত চিনের ১৮ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে জায়গা পর্যন্ত নেই। দীর্ঘ লাইন দিতে হচ্ছে শেষকৃত্যের জন্য। এও জানা গিয়েছে, করোনা আবহে বিদেশফেরত যাত্রীদের জন্য আরও কড়া বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:
জাঁকিয়ে শীত পড়ার আগেই গালভর্তি ব্রণ? চিন্তা নেই, হাতের কাছেই রয়েছে সহজ সমাধান
ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে? কী কী লক্ষণ দেখলেই রক্ত পরীক্ষা করাতে হবে? জেনে নিন খুঁটিনাটি
ভারতে দৈনিক সংক্রমণ এখনও পর্যন্ত কমই। তবুও সতর্ক থাকতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বড়দিন এবং বর্ষবরণের আগে দেশবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিল। প্রধানমন্ত্রী করোনা নিয়ে গত মাসে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। ওই বৈঠকে তিনি জানিয়েছিলেন, ‘‘করোনা অতিমারি এখনও শেষ হয়নি।’’