শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতায় শীত উধাও। যদিও হাড়কাঁপুনি শীতে অবস্থা খারাপ উত্তর ভারতের। সেই সঙ্গে ঘন কুয়াশার চদারে ঢাকা পড়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড। অনবরত বয়ে চলেছে কনকনে ঠান্ডা হাওয়াও।
হাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে মঙ্গলবারই ছিল এই মরসুমের শীতলতম দিন। পারদ কমবেশি ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ঘন কুয়াশার জেরে সমস্যায় পড়ছেন গাড়িচালকরা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চলছে।
প্রচণ্ড ঠান্ডা ও শৈত্য প্রবাহের প্রভাবে উত্তর ভারতের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিন কমলা সতর্কতা জারি থাকবে।
আরও পড়ুন:

কোভিড ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ‘দ্বিতীয় বুস্টার ডোজ’ অনুমোদনের আবেদন বিশেষজ্ঞ চিকিৎসকদের

ত্বকের পরিচর্যায়: ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? যত্নে কী কী করবেন? জেনে নিন ত্বক বিশেষজ্ঞের জরুরি পরামর্শ

এদিকে, আইএমডি জানাচ্ছে, দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায় তিন দিন প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলবে। হিমাচল প্রদেশে অন্তত ২ দিন আবহাওয়া এরকম থাকবে। ঘন কুয়াশার সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে।
আরও পড়ুন:

শীতের আমেজে ভোরবেলা লেপ ছাড়তে ইচ্ছা করে না? জানেন, কোন ব্যায়ামগুলি বিছানায় বসেই করা যায়?

ইংলিশ টিংলিশ: সহজে শিখে নাও Adjective-এর Degree Change কাকে বলে

ঠান্ডার জেরে বিহার এবং উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়ে গিয়েছে। ঘন কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। মঙ্গলবার দিল্লি বিমানবন্দর জানিয়েছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় বিমানের ওঠানামার সময় পরিবর্তিত করতে হলেও হতে পারে। তাই যাত্রীরা যেন বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যেন নিরন্তর যোগাযোগ রাখেন।

Skip to content