বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নির্ধারিত সময়ের প্রায় তিরিশ মিনিট পর জুন মালিয়া ও সাহেব চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে বলেই ঠিক ছিল। কিন্তু শাহরুখকে ছাড়া উৎসবের উদ্বোধন তো অকল্পনীয় ব্যাপার। তিনি তখনও এসে পৌঁছননি। তা হলে কি তিনি আসছেন না? দর্শক মনে এই প্রশ্ন উঁকি দিতে থাকে। উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী সঞ্চালকদ্বয়কে কিছু বললেন। আর তখনই ঘোষণা করা হল, আপাতত উদ্বোধন স্থগিত রেখে আগে বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপনের পর্বটি আগে সেরে ফেলা হবে।
জুনকে বলতে শোনা গেল, ‘‘আপনাদের চিন্তার কোনও কারণ নেই। আমাদের প্রিয় মমতাদি যখন আমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ নিশ্চয়ই আসবেন।’’ তবে কথা রেখেছেন বলিউডের বাদশা। মঞ্চে যখন বিশিষ্টদের আপাত ‘নিরস’ সম্মাননা জ্ঞাপন চলছে তখনই জনতার গগনভেদী উচ্ছ্বাস চোখে পড়ল।
তাঁদের বলতে শোনা গেল, ‘শাহরুখ, শাহরুখ!’ অবশেষে বাদশা এসে উপস্থিত হলেন। মঞ্চ থেকে নেমে তাঁকে বরণ করে নিতে এগিয়ে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে শাহরুখের সঙ্গী ছিলেন রানি মুখোপাধ্যায়। বৃহস্পতিবারের নেতাজি ইন্ডোর ‘চলতে চলতে’ ছবির জুটি মঞ্চে উপস্থিত হতেই জনতার করতালিতে ফেটে পড়ল।
আরও পড়ুন:

ঋতুস্রাবের সময় মেজাজ বিগড়ে যায় মহিলাদের, তবে তার আগে কেন আনন্দে থাকেন তাঁরা?

বাঙালি এখন মেঝেতে বসে খাবার খাওয়া ভুলতে বসেছে, জানেন এর উপকারিতা?

অনুষ্ঠানে যেন তারকার বন্যা। তিন বছর পর আবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এসেছেন অরিজিৎ সিংহ, মহেশ ভট্ট, কুমার শানু, শত্রুঘ্ন সিন্‌হা। কলকাতা থেকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রত্যেকেই তাঁদের অল্প বিস্তর বক্তৃতার মাধ্যমে দর্শকের মন জয় করে নিলেন। অমিতাভ আসা মানেই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয় তাঁর নাতিদীর্ঘ বক্তৃতা।

রোমহর্ষক ঘটনার সাক্ষী! জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকের গাড়িতে ঢুকল চিতা! দেখুন সেই গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

ছোটদের যত্নে: শিশুর হাঁপানির সমস্যা? বাড়িতে কীভাবে প্রাথমিক চিকিৎসা করবেন জেনে নিন খুঁটিনাটি

কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখের উপস্থিতি মানেই তাঁর মুখে দু’-চার কথা বাংলা শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাঁর বক্তৃতার শুরুতেই শাহরুখ বলেন, ‘‘দিদিকে কথা দিয়েছিলাম, কলকাতায় এলেই আমি বাংলায় কথা বলার চেষ্টা করব। তবে আজকে রানিকে ফাঁসিয়ে আমার বাংলা বক্তৃতাটি তৈরি করিয়েছি। ভালো হলে প্রশংসা করবেন, আর খারাপ হলে সেটা অবশ্যই রানির দোষ!’’ ‘রীতি’ মেনে শাহরুখের এই বুদ্ধিদীপ্ত কৌতুকে প্রেক্ষাগৃহ হাততালিতে ফেটে পড়ে। এর পরেই শাহরুখ বাংলায় বলে ওঠেন, ‘‘কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি-দাদা এবং কলকাতার জামাইবাবুকে এই মঞ্চে দেখে আমার খুব ভালো লাগছে। অনেক দিন দেখা হয়নি তো। কিন্তু আপনাদের দেখে সব থেকে বেশি খুশি হলাম।’’
তবে এ বারে বাংলায় বক্তৃতার পাশাপাশি তাঁর নতুন ছবি ‘পাঠান’-এর প্রচারও সেরে নিলেন। তিনি ছবির সংলাপ তো শোনালেনই, তার সঙ্গেই বললেন, ‘‘কিছু দিন হয়তো আপনাদের সঙ্গে দেখা হয়নি। এখন তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। সবাই ভালো আছে। আমি সব থেকে ভালো আছি।’’

Skip to content