শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

লাদাখের গালওয়ানের পর এ বার অরুণাচলের তাওয়াংয়ে। ফের নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষ। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) গভীর রাতে সংঘর্ষে ভারতীয় এবং চিনা সেনা। তবে গালওয়ান-কাণ্ডের মতো এক্ষেত্রে প্রাণহানি হয়নি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অরুণাচলের তাওয়াংয়ে শুক্রবার রাতের ওই সংঘর্ষ হয়। ঘটনায় দু’পক্ষেরই কয়েক জন সেনা আহত হয়েছেন। গালওয়ানের মতো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে ভারত চিন কেউই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।
আরও পড়ুন:

ডায়াবিটিস ধরা পড়েছে? হার্ট ভালো রাখতে রোজের রান্নায় কোন তেল কতটা ব্যবহার করবেন? দেখুন ভিডিয়ো

হেলদি ডায়েট: হাড়ের সমস্যায় ভুগছেন? কী ভাবে নেবেন যত্ন? হাড় মজবুত রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় এই সব বদল আনুন

জানা গিয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) শুক্রবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে। তৎক্ষণাৎ ভারতীয় সেনা রুখে দাঁড়ায়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়ের মধ্যে হাতাহাতি হয়। লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এই ঘটনায় কয়েক সেনা আহত হন। সেনাসূত্রকে উদ্ধৃত করে প্রকাশিত খবর অনুযায়ী, সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান ‘অল্প’ আহত হয়েছেন।

Skip to content