শুক্রবার বেসরকারি বিল হিসাবে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ সংসদে উত্থাপিত হয়েছে। বিজেপি সাংসদ কিরোরিলাল মীনা অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২০ রাজ্যলসভায় পেশ করেন।
বিলের প্রস্তাবে বলা হয়, ভারতে ইউসিসি কার্যকরের জন্য জাতীয় পর্যবেক্ষণ তদন্ত কমিশন গঠন করা হোক। যদিও বিরোধীরা এই বিলের বিরোধিতা করে। তবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের হস্তক্ষেপে শেষমেশ বিলের উত্থাপন ধ্বনিভোটে পাশ হয়ে যায়। রাজ্য সভায় ধ্বনিভোটে বিলের পক্ষ ৬৩টি এবং বিপক্ষে ২৩টি করে ভোট পড়ে। এই বিল অতীতেও সংসদে উত্থাপনের জন্য তালিকাভুক্ত হয়েছিল। তবে তা উচ্চকক্ষে কখনও পেশ করা হয়নি।
আরও পড়ুন:
বাঘের ঝুলন্ত দেহ মিলল মধ্যপ্রদেশের জঙ্গলে, গ্রেফতার ২, বন দফতরের দুই আধিকারিক সাসপেন্ড
অ্যালো ভেরার গুণাগুণ তো সবারই জানা, কিন্তু কী ভাবে মাখলে বেশি উপকার পাবেন জানেন কি?
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে এক পারিবারিক ও উত্তরাধিকার আইনের আওতায় পড়বে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ-সহ সব ধর্মের মানুষজন। আইনে পরিণত হলে শাস্তিও হবে এক। এখন বিভিন্ন ধর্মের মানুষের জন্য পৃথক বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার আইন রয়েছে।