শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

ভুয়ো আধার কার্ড রুখতে তৎপর হল কেন্দ্রীয় সরকার। এ নিয়ে দেশের কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবনা চিন্তা করছে। মোট আটটি রাজ্যে বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গও ওই আট রাজ্যের তালিকার মধ্যে রয়েছে। বাকি সাতটি রাজ্য হল —মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, মেঘালয়, অসম এবং ত্রিপুরা।
জানা গিয়েছে, বাংলার দুটি জেলাকে চিহ্নিত করা হয়েছে সমীক্ষা চালানোর জন্য। জেলা দুটি হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। বাকি সাত রাজ্যের জেলাগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ুর ত্রিপুর, কেরলের এরনাকুলাম, বেঙ্গালুরু, অসমের করিমগঞ্জ, গোয়ালপাড়া, ধুবরি, দক্ষিণ সালমারা, হাইলাকান্দি, মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রাল ও পালঘর, মেঘালয়ে পূর্ব খাসি হিলস, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজালা।
আরও পড়ুন:

কলকাতায় ফের পারদ পতন! নামল তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়বে ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর প্রভাব কাটলেই

চমকের পর চমক, এ বার হোয়াটসঅ্যাপেই পাবেন এলআইসি-র যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন সহজ উপায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ভুয়ো আধার কার্ড রোধের জন্য গত নভেম্বর মাস সব রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের নিয়ে বৈঠক করেছিলেন। রাজ্যগুলিতে কী ভাবে সমীক্ষা চালানো হবে সেই বৈঠকে রাজ্যগুলির কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। সূত্রের খবর, কেন্দ্র সরকার ভুয়ো আধার কার্ড রুখতে বিশেষ ব্যবস্থা চালু করতে চায়।

Skip to content