ছবি প্রতীকী
‘জননী’ ধারাবাহিকের পরিচালক বিষ্ণু পাল চৌধুরী প্রয়াত, তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল
জ্বরের পর মুখের রুচি চলে গিয়েছে? মুখে স্বাদ ফেরাতে রইল কিছু ঘরোয়া
অ্যালো ভেরা ও গ্লিসারিনের মিশ্রণ
শুষ্ক ত্বকের যত্নে অ্যালো ভেরা খুবই উপকারী। এর সঙ্গে মিশিয়ে নিন গ্লিসারিন। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে মুক্তি দিতে পারে এই মিশ্রণ। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মুখে, গলায়, হাতে এবং পায়ে ভালো করে মেখে নিন এই মিশ্রণ। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং জেল্লাও ধরে রাখবে।
খাই খাইঃ উৎসব দিনে চট জলদি বানিয়ে ফেলুন স্বাদে ও গন্ধে ভরপুর চাইনিজ স্টাইলে গার্লিক চিকেন
বাইরে দূরেঃ উৎসব-মুখর মথুরা— জন্মাষ্টমী উপলক্ষে ব্রজভূমি দর্শন /১
অ্যালো ভেরা, অলিভ অয়েল এবং চিনি
শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে থাকে। ফলে হাওয়ায় ধূলিকণার পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। সেই ধূলোবালি জমে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। শীতকালে অ্যালো ভেরা ব্যবহার করতে পারেন স্ক্রাবার হিসেবেও। অ্যালো ভেরার জেলের সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল এবং চিনি গুঁড়ো। স্নানের আগে এই মিশ্রণ সারা দেহে ভালো করে মেখে নিন। স্ক্রাবিং করার পর দেখবেন দেহে আর্দ্রতার অভাব হবে না। পাশাপাশি মৃত কোষ উধাও হয়ে যাবে। ত্বকের জেল্লাও ফিরে আসবে।