![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/Bith22.jpg)
ছবি প্রতীকী
অ্যান্টি-অক্সিড্যান্ট ভরপুর গ্রিন-টি
অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ গ্রিন-টি এখন বহু বাঙালির প্রিয় পানীয়। স্নানের আগে এক বালতি জলে দু’-একটি চায়ের ব্যাগ ডুবিয়ে রাখুন। তার পর সেই চা ভেজানো জলে স্নান করে নিন। এতে ত্বকে বয়সের ছাপ পড়ে না। ত্বক মোলায়ম এবং উজ্জ্বলও হতে পারে। তবে গরম জলে কোনও মতেই এই টি ব্যাগ দেবেন না। তাতে ত্বক শুকিয়ে যেতে পারে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/dengue22.jpg)
বেশ ধাঁধায় ফেলছে প্লেটলেট, কমলেই সতর্ক হোন, কাউন্ট কত নামলে প্রয়োজন হয় প্লেটলেটের?
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/COVER.jpg)
কিম্ভূতকাণ্ড, পর্ব-২: শেকড়বাকড়-লতাপাতা, গন্ডারের শিং, বাঘের নখ— যে ভাবেই হোক শরীরের বয়সটা কমিয়ে দাও
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/haraprasad-Shastri-5.jpg)
বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের পরে বাংলাভাষার স্বচ্ছন্দ, স্বাভাবিক প্রয়োগ ও বিস্তারে তাঁর অবদান ভোলার নয়/১
ত্বকের আর্দ্রতায় অলিভ অয়েল
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অলিভ অয়েল অত্যন্ত উপকারী। সরাসরি ত্বকে মাখলে যদি বেশি তেলতেলে লাগে, তবে জলের সঙ্গে কিছুটা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে স্নানের পরেও ত্বক শুষ্ক হয় না। এই তেলে থাকা ভিটামিন-ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে ভালো রাখতে সাহায্য করে। কীভাবে মেশাবেন? এক বালতি জলে ২ থেকে ৪ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। তবে মাথায় রাখবেন, এতে মেঝে পিচ্ছিল হয়ে যায়। তাই সাবধানে ব্যবহার করতে হবে, যেন পা না পিছলে যায়।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/samayupdates-5.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪২: নিজেকে যিনি আড়ালে রেখেছিলেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/VP-Radha-1-1.jpg)
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
আদার জাদু
শীতকালে সর্দি-কাশির সমস্যা কমাতে অনেকেই আদা দেওয়া চা খান। আদা কিন্তু স্নানের জলেও মেশানো যেতে পারে। প্রথমে আদা ছোট ছোট করে কেটে নিতে হবে। তার পরে এক চামচ আদা কুচি এক বালতি জলে মিশিয়ে নিন। যাঁরা বাথটবে স্নান করেন, তাঁরা ৩-৪ চামচ আদার কুচি মিশিয়ে নিন। অনেকের মতে এই জলে স্নান করলে পেশির ব্যথার নিরাময় হয়। তা ছাড়া সর্দি-কাশির সমস্যাও কমবে এতে।