শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চমকের পর চমক। এ বার আপনি হোয়াটসঅ্যাপেই আপনার এলআইসি-র যাবতীয় তথ্য পেয়ে যাবেন? কী ভাবে সম্ভব? বিমা গ্রাহকদের মোবাইল নম্বর ও বিমা রেজিস্ট্রশন থাকলে এই পরিষেবা পাওয়া যাবে।
 

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

সংস্থাটি জানিয়েছে, এখনও যে গ্রাহকরা অনলাইনে বিমা রেজিস্ট্রেশন করাননি, তাঁদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য এলআইসি-র ওয়েবসাইট www.licindia.in -এ ঢুকতে হবে। সেখানে কয়েকটি ধাপে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তবেই হোয়াটসঅ্যাপে এলআইসি-র যাবতীয় আপডেট পেয়ে যাবেন। নিয়ম অনুযায়ী, শুধু রেজিস্ট্রশন করা নম্বরেই এই পরিষেবা পাওয়া যাবে। যদি এলআইসি-র ওয়েবসাইটে অন্য ফোন নম্বর দেওয়া থাকে তাহলে এই পরিষেবা পেতে সেই নম্বর বদল করতে হবে।

আরও পড়ুন:

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস, বাংলায় কতটা প্রভাব পড়বে?

 

এলআইসি-র হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়ার পদ্ধতি

সর্ব প্রথমে আপনার স্মার্টফোনে এলআইসি-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করুন।
এলআইসি-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর: ৮৯৭৬৮৬২০৯০।
এ বার আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে ধুকে এলআইসি-র চ্যাট বক্সে ঢুকুন।
এর পরে ‘হাই’ লিখে পাঠাতে হবে এলআইসি-র ওই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
আপনার ‘হাই’ লিখে পাঠানো সঙ্গে সঙ্গেই এলআইসি আপনার নম্বরে ১১টি অপশন দেখাবে।
এলআইসি-র দেওয়া সেই ১১টি অপশন থেকে আপনার যে পরিষেবাটি দরকার, সেই নম্বটি নির্বাচন করে পাঠাতে হবে।
ব্যাস, আর কিছু করতে হবে না। এ বার হোয়াটসঅ্যাপে আসতে থাকবে আপনার বিমা সংক্রান্ত যাবতীয় তথ্য।

চেষ্টা করেও চুল পড়ার সমস্যা কমছে না? এর পিছনে রোজের কোন অভ্যাস থাকতে পারে?

ইংলিশ টিংলিশ: ‘হাসি’ মানে শুধুই ‘Laugh’ বা ‘কান্না’ মানে শুধুই ‘Cry’ নয় — শিখে নাও আরও নতুন শব্দ!

 

একঝলকে দেখে নিন হোয়াটসঅ্যাপে এলআইসি-র কী কী পরিষেবা পাওয়া যাবে

প্রিমিয়ামের সার্টিফিকেট
লোন এলিজিবিলিটি কোটেশন
আউটপুট সার্ভিস
লোন রিপেমেন্ট কোটেশন
আপনার বাকি থাকা প্রিমিয়াম
বিমার বকেয়া সুদ সম্পর্কিত তথ্য
এলআইসি-র সার্ভিস লিংক
বোনাস সংক্রান্ত তথ্য
ইউলিপ
শেষ করুন কথোপকথন


Skip to content