![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/victoria22.jpg)
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এখন ওই একটি টিকিট কাটলেই শহরের ২১টি দর্শনীয় স্থান দেখা যাবে। পরে এই তালিকা আরও দীর্ঘ হবে। এমনকি, কোনও কোনও স্থানের ‘এন্ট্রি ফি’তে ভ্রমণবিলাসীরা বিশেষ ছাড়ও পাবেন বলে জানা গিয়েছে।
পর্যটনমন্ত্রী জানিয়েছেন, ‘‘মূলত কলকাতার পর্যটন শিল্পকে সুন্দর এবং ঝঞ্ঝাটমুক্ত করতেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশ বা দেশের অন্য রাজ্য থেকে কলকাতায় বেড়াতে আসেন পর্যটকদের কথা। তাঁদের সুবিধার কথা ভেবেই মহানগরের ২১টি দর্শনীয় স্থানগুলিকে একটি টিকিটের অধীনে এনেছে পর্যটন দফতর।’’
টিকিট কাটার পদ্ধতি
‘সিটি পাস’ নামে বিশেষ ধরনের এই টিকিট আসলে কিউআর কোড বেসড পাস। এটি অনলাইনে সংরক্ষণ করা যাবে। কেউ অনলাইনে টিকিট সংরক্ষণের পর তাঁর মোবাইলে একটি ইউনিক কিউআর কোড হিসাবে আসবে। সেই কোড স্ক্যান করিয়ে কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশ করা যাবে। অনলাইনে টিকিট সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে পর্যটন দফতরের ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড কিউআর কোড বেসড সিটি পাসের লিঙ্ক পাওয়া যাবে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/samayupdates_Bird-1.jpg)
বাইরে দূরেঃ চুপি চুপি ঘুরে আসি
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/Samayupdates_Amarnatha-6-1.jpg)
বাইরে দূরেঃ অমরনাথের পথে, পর্ব-৬: এবার বালতাল হয়ে ফেরার পালা
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/leather-jacket.jpg)
শীত মানেই লেদার জ্যাকেট পরা শুরু! এ ভাবে যত্ন নিচ্ছেন তো?
কবে থেকে চালু
এই অনলাইন টিকিট সংরক্ষণ পরিষেবা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর থেকে।
টিকিটের দাম ও মেয়াদ
টিকিটটি বৈধ থাকবে ৭ দিন। অর্থাৎ কেউ এই টিকিট কেটে ৭ দিন ধরে ওই ২১টি দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন। টিকিটের মূল্য ৪৯৫ টাকা। তবে একটি বড় সুবিধা হল— পর্যটকরা কোন কোন ঐতিহ্যবাহী বা দর্শনীয় স্থান দেখতে চান তা তাঁরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই বেছে নেওয়া দর্শনীয় স্থানের উপর ভিত্তি করেই টিকিটের দাম কত হবে তা নির্ভর করবে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/Uttam-Kumar-2.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/samayupdates-5.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪২: নিজেকে যিনি আড়ালে রেখেছিলেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/Ramayana2.jpg)
শাশ্বতী রামায়ণী, পর্ব ২৬: ‘সত্যেরে লও সহজে’—রাজসুখ ছেড়ে কি তবে বনবাসী মন?
কোন ২১টি দর্শনীয় স্থান দেখা যাবে?
আপাতত কলকাতার ২১টি দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে—
যদিও পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই তালিকায় জুড়তে পারে বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং চিড়িয়াখানার নামও।