রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) আবার রেপো রেট বাড়াল। দেশের শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির দু দিনের বৈঠকের পরে বুধবার গভর্নর শক্তিকান্ত দাস এই সিদ্ধান্তের কথা জানান। গভর্নর জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে।
ফলে সব মিলিয়ে নতুন রেপো রেট বেড়ে হল ৬.২৫ শতাংশ। শীর্ষ ব্যাঙ্ক সূত্র খবর, রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত ঋণনীতি কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ২ মাসের মাথায় ফের রেপো রেট বাড়াল।
আরও পড়ুন:

এই অ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করলে মিলবে আকর্ষণীয় ছাড়! কীভাবে? জেনে নিন খুঁটিনাটি

দশভুজা: যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

রেপো রেট ঠিক কী? রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্ককে যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকেই রেপো রেট বলা হয়। স্বাভাবিক ভাবে ৩৫ বেসিস পয়েন্ট রেপো বাড়ায় আশঙ্কা করা হচ্ছে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বৃদ্ধি পেতে পারে। বাড়তে পারে সাধারণ মানুষের উপর ঋণে ইএমআইয়ের বোঝাও।

ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস, বাংলায় কতটা প্রভাব পড়বে?

উল্লেখ্য, আরবিআই গত ৪ মে রেপো রেট বাড়িয়েছিল। সে-বার ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছিল ৪.৪ শতাংশ। এর পর একাধিক বার রেপো রেট বাড়ানো হয়েছে। শুধু চলতি বছরে এই নিয়ে পঞ্চম বার রেপো রেট বাড়ল। গত ৫ অগস্ট সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। শেষ বার গত ৩০ সেপ্টেম্বর আরবিআই রেপো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছিল।

Skip to content