শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা কাণ্ডে রেল এক চালককে সাসপেন্ড করেছে। রেল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছেন, আজকের রেল দুর্ঘটনা কোনও যান্ত্রিক গোলযোগের কারণে হয়নি। এই দুর্ঘটনার পিছনে রয়েছে সিগন্যাল অমান্য করার মতো কারণ। তাই প্রাথমিক ভাবে এক চালককে সাসপেন্ড করেছে রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট হাতে এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।
রেল ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২টা নাগাদ। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল তখন সে সময়ই ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল। শিয়ালদহ ডিআরএম অফিস ছেড়ে কিছুটা এগিয়েই খালি ট্রেনটি আচমকা রানাঘাট লোকালকে পাশাপাশি ধাক্কা মারে। যদিও সেই ধাক্কা তীব্র ছিল না বলে দাবি রেলের। রেল জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। ট্রেনেরও খুব একটা ক্ষতি হয়নি।
রেল প্রথম থেকেই যান্ত্রিক ত্রুটির সঙ্গে মানব-ত্রুটির কথাও জানিয়েছিল। দুর্ঘটনার পর তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালকের ভুলেই বুধবার ওই দুর্ঘটনাটি ঘটে।
রেল প্রথম থেকেই যান্ত্রিক ত্রুটির সঙ্গে মানব-ত্রুটির কথাও জানিয়েছিল। দুর্ঘটনার পর তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালকের ভুলেই বুধবার ওই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
বিপর্যস্ত শিয়ালদহ শাখার রেল পরিষেবা, দুই ট্রেনের ধাক্কার জেরে বাতিল ১৮টি লোকাল, সবই ট্রেনই চলছে দেরিতে
বাবার কাটা মাথা মাঠে পুঁতছে ছেলে! হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে
রেল সূত্রে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করেই এগিয়ে গিয়েছিলেন। এর জন্যই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তের পর রেল কর্তৃপক্ষ জানতে পেরেছেন ‘সান্টিং লোকো পাইলট’ সিগন্যাল মানেননি বলেই দুর্ঘটনা ঘটেছে। তদন্তে এও জানা গিয়েছে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে দুর্ঘটনাটি হয়নি। রেল এও জানিয়েছে, তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি জানা যাবে। রেল কর্তৃপক্ষ বিষয়টিকে ‘সিগন্যাল পাসড অ্যাট ডেঞ্জার’-এর ঘটনা বলেও উল্লেখ করেছেন।