২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে তৎপর নবান্ন। কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল, কারা এর সঙ্গে জড়িয়ে, জানতে সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তদন্তকারী সংস্থাকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল গত সোমবার। অভিযোগ, সেই পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। এ বার ঘটনার তদন্ত করবে সিআইডি। নবান্ন এই মর্মে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ডিএলএড কোর্সে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ মেলে। দু’বছরের ডিএলএড কোর্সে মোট চারটি সেমেস্টার আছে। সোমবার ছিল এডুকেশনাল স্টাডিজের পরীক্ষা।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]
সংসারে শান্তি চাই? বেডরুম সাজানোর সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন
ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা সোমবার বেলা ১২টা নাগাদ শুরু হয়, চলে ২টো পর্যন্ত। অভিযোগ, পরীক্ষার দিনই সকাল ১০টা ৪৭ নাগাদ পরীক্ষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র ছড়িয়েছে, দুটো প্রশ্নপত্রই এক বলে দাবি। যদিও সময় আপডেট এই দাবির সত্যতা যাচাই করেনি।
আরও পড়ুন:
হোয়াটসঅ্যাপ স্টেটাসে ফের নতুন চমক! ব্যবহারকারীদের জন্য আসছে আকর্ষণীয় ফিচার
ভারতে পাইকারি ব্যবসা বন্ধের ঘোষণা অ্যামাজনের, অনলাইন শিক্ষা, খাদ্য বিপণনের পর বন্ধ সংস্থার তৃতীয় শাখা
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ‘‘পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। এ নিয়ে তদন্ত কমিটি তৈরি করছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে পর্ষদ সূত্রে এও জানা হিয়েছে, পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সিআইডি তদন্তের বিষয়টি নিয়ে তারা জানেন না। এ নিয়ে তদন্তের জন্য সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে পর্ষদ।