সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শীতকাল মানেই সর্দি, কাশি, জ্বরের সময়। মরসুমি সংক্রমণ লেগেই থাকে। ঠান্ডা লেগে গা- হাত-পায়ে ব্যথা নিয়ে বাড়িতে শুয়ে থাকার সমস্যা এই সময়ে ঘরে ঘরে দেখা যায়। সংক্রমণ সারাতে কখনও অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। আর অ্যান্টিবায়োটিক খেলেই সারা দিন মুখে তিতকুটে ভাব, কোনও খাবারেই স্বাদ পাওয়া যায় না। এই স্বাদহীন ভাবই জ্বরের অন্যতম উপসর্গ। পছন্দের খাবার খেলেও কোনও স্বাদই পাওয়া যায় না। এই অরুচি যেন আরও ভয়ানক। মুখের অরুচি কাটাতে অনেকেই বিভিন্ন ধরনের খাবারের উপর ভরসা রাখেন।
 

মুখের রুচি ফিরিয়ে আনতে কী কী করতে পারেন?

 

নুন জলে গার্গেল করুন

জ্বর হলে মুখের স্বাদ যেন হারিয়ে যায়। কমবেশি সকলেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এই সময়ে কিছুই যেন খেতে ইচ্ছা করে না। পেটে খিদে থাকা সত্ত্বেও খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয়। এই সমস্যা মেটাতে রোজ এক বার করে নুন-জলে গার্গেল করুন। হালকা গরমজলে নুন দিয়ে দিনে দু’বার গার্গেল করুন। নুনের অ্যান্টিসেপ্টিক গুণ জ্বরের কারণে মুখের ভিতরে জন্ম নেওয়া ব্যাক্টেরিয়াগুলি মেরে ফেলে। সঙ্গে গলাব্যথা থাকলে তা-ও দূর হবে।

আরও পড়ুন:

কনসার্টে অরিজিৎ সিংহকে কাছ থেকে দেখতে গুনতে হবে ১৬ লক্ষ টাকা!

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ফের নতুন চমক! ব্যবহারকারীদের জন্য আসছে আকর্ষণীয় ফিচার

 

সবজির স্যুপ

শীতকালে বাজারে উঠেছে নানা রকম মরসুমি সবজি। শাক-সবজি মাত্রেই উপকারী। ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ নানা রকম সব্জি দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্যুপ। মুখের তিতকুটে ভাবও চলে যায় এতে। জ্বর সারাতেও এই স্যুপ খুব গুরুত্বপূর্ণ। স্যুপ খেলে গলায় আরামও পাবেন।

আরও পড়ুন:

কলকাতায় শিরশিরানি ভাবের মাঝেই তাপমাত্রা বাড়ল দু’ডিগ্রি, আগামী কয়েক দিনের মধ্যে ফের পারদপতন!

বিরাটিতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ জনের, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড

 

অ্যালোভেরার রস

শীতকালে ত্বকের যত্নে অ্যালোভেরার মতো উপকারী আর কিছু নেই। অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরার মুখের রুচি ফেরাতে ভরসা রাখতে পারেন। রোজ সকালে এক বার করে খেয়ে নিন অ্যালোভেরার রস। এতে মুখের রুচি ফিরবে দ্রুত।


Skip to content