রবিবার ১০ নভেম্বর, ২০২৪


শনিবার দুর্ঘটনার কবলে মিঠুন চক্রবর্তীর গাড়ি। বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে মিঠুন-সহ গাড়িতে থাকে সবাই সুরক্ষিত আছেন। ‘মহাগুরু’ সঠিক সময়ে দুর্গাপুরে পৌঁছন। তবে তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজেপি নেতা মিঠুন শনিবার বাঁকুড়ায় তাঁর কর্মসূচি শেষ করে আসানসোলের উদ্দেশে রওনা হয়েছিলেন। মিঠুনের আগে ও পরে নিরাপত্তার জন্য একাধিক গাড়ি ছিল। বিষ্ণুপুরের পরেই একটি তিন মাথার মোড়ে আচমকাএকটি সাইকেল মিঠুনের কনভয়ের সামনে চলে আসে। কনভয়ের একে বারে সামনে থাকা গাড়িটি ওই সাইকেল আরোহীকে বাঁচাতে ব্রেক কষে। এর পরে ওই গাড়ির পিছনে থাকা মিঠুনের গাড়ি সামনের গাড়িতে ধাক্কা মারে। আবার মিঠুনের গাড়ির পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িও ধাক্কা মারে ‘মহাগুরু’ গাড়িতে। তবে মিঠুন-সহ সবাই সুরক্ষিতই রয়েছেন।
আরও পড়ুন:

পড়ুয়া নামতা বলতে পারেনি, এই ‘অপরাধ’ ন’বছরের ছাত্রের হাতে ড্রিল মেশিন চালিয়ে শাস্তি দিলেন শিক্ষক!

দিনদিন আপনার ত্বক যে আর্দ্রতা হারাচ্ছে বুঝবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

গাড়ি মেরামতির জন্য মিস্ত্রি ডেকে পাঠানো হয় আসানসোল থেকে। মিস্ত্রি ক্ষতিগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে জানান, গাড়ি ঠিক করতে অনেকটা সময় লাগবে। এর পরে ওই গাড়ি করেই মিঠুন আসানসোলে যান।

Skip to content