শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আজকালকা বেশিরভাগ মানুষই সর্বদা সঙ্গে রাখেন প্যান কার্ড। ফলে যেকোনও সময় হারানোর সম্ভাবনা থেকেই যায়। অনেকে হারিয়েও ফেলেন। এর জেরে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, নতুন করে কার্ড পাওয়ার জন্য হাজারো ঝক্কি সামলাতে হয়। কিন্তু খুশির খবর হল, সেই ঝক্কির দিন শেষ। জানা গিয়েছে, এবার অনলাইনে সহজেই পাওয়া যাবে ই-প্যান। অর্থাৎ পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে প্যান কার্ড।
আরও পড়ুন:

ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন…সব্যসাচী পোস্টে বাড়ল উদ্বেগ! কী বলছেন চিকিৎসকরা?

রোগ সারানোর ক্ষমতা রয়েছে শব্দের, কোন শব্দের কী গুণ?

 

ই-প্যান কার্ডের জন্য কী করনীয়? 

প্রথমে খুলতে হবে ‘এনএসডিএল’ ই-প্যান ডাউনলোড পেজটি।
সেখানে দুটো অপশন পাওয়া যাবে। প্রথমটিতে প্যান নম্বর আর দ্বিতীয় অপশনে অ্যাকনলেজমেন্ট নম্বর দিতে হবে।
প্যান নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বরের মধ্যে যে কোনও একটি ব্যবহার করুন।
এরপর সাবমিট অপশনে ক্লিক করতে করুন।
এবার আপনার স্ক্রিনে ভেসে উঠবে প্যান কার্ডটি। ডাউনলোড করে নিলেই কেল্লাফতে।


Skip to content