বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


সদ্য কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। বাবা হয়েছেন রণবীর কাপুর। বলিউডের কাপুর ও ভাট পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। মেয়ের জন্মের পর রণলিয়া জানিয়েছিলেন, “আমাদের জীবনের সেরা মুহূর্ত। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালবাসা”।
রণলিয়ার সন্তানকে কার মতো দেখতে হয়েছে? এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ঠাকুমা নীতু কাপুরকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতু জানান, তাঁর নাতনি এখন বড়ই ছোট। তাই ও কার মতো দেখতে হয়েছে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে নাতনির জন্মে তিনি আপ্লুত।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

খাই খাই: রাতে নিরামিষ পদে স্বাদ বদল চাই? বানিয়ে ফেলুন তেল পটল

গত এপ্রিলে রণবীর ও আলিয়ার বিয়ে হয়। বিয়ের আড়াই মাস পরই সমাজমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। সেই অবস্থাতেও ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার করেছেন অভিনেত্রী। স্ত্রীকে সারাক্ষণ নজরে নজরে রেখেছিলেন রণবীর। অক্টোবর মাসের ছয় তারিখ সাধ অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন আলিয়া। তার ঠিক এক মাস পরই সন্তানের জন্ম দেন আলিয়া।

Skip to content