জিয়াগঞ্জের অরিজিৎ সিংহ এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক। তবে অরিজিতের জীবনে এই সাফল্য এসেছে ধাপে ধাপে। জাতীয় আইকন অরিজিৎ সিংহ আগামী বছর কলকাতায় শো করবেন। গায়ক বছর তিনেক আগে একবার কলকাতায় শো করেছিলেন।
২০২৩-র ১৮ ফেব্রুয়ারি শহর মাতবে অরিজিতের গানে। শো হবে ইকো পার্কে। সেই শোয়ের টিকিট কাটা যাচ্ছে এক অনলাইন সংস্থায়। এখন থেকেই শো নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। টিকিটের মূল্য আকাশছোঁয়া। শোতে আসনকে ব্রোঞ্জ, সিলভার, তারপর গোল্ড, প্ল্যটিনাম এবং ডায়মন্ড এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
আরও পড়ুন:
বাংলার দুয়ারে হাজির শীত, উত্তুরে হাওয়ায় এক ধাক্কায় পারদপতন ২ ডিগ্রি!
ত্বকের পরিচর্যায়: টানটান ত্বক চাই? বয়স ধরে রাখতে মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি
ডায়মন্ডের দাম সবচেয়ে বেশি, ৭৫,০০০ হাজার টাকা! তবে শোনা যাচ্ছে অরিজিতের শোয়ের টিকিটের দাম আরও বাড়তে পারে। ডায়মন্ড আসনগুলিতে যাঁরা টিকিট কাটবেন তাঁরা বসার সুযোগ পাবেন মূল স্টেজের সামনে, সঙ্গে পাবেন খাবার ও পানীয়। আর ব্রোঞ্জের টিকিটের আসন একেবারে পিছনে। ব্রোঞ্জের দাম সবচেয়ে কম, ২৫০০ টাকা। সিলভার টিকিট পাওয়া যাচ্ছে ৪০০০ টাকায়। ডান দিক এবং বাঁ দিক উভয় দিকেই একই দাম। গোল্ডেন টিকিটের ক্ষেত্রে ডান দিক এবং বাঁ দিক একই দাম, ৬৫০০ টাকা করে। আবার মঞ্চের ডান দিকে হলে ৮৫০০ টাকায় পাওয়া যাচ্ছে প্ল্যটিনাম টিকিট। আর বাঁ দিকে হলে দাম পড়বে ১০,৫০০ টাকা করে।
আরও পড়ুন:
মা জয়া কিছুতেই তাঁর অভিনয় দেখতে চান না, কেন? জানালেন অভিষেক বচ্চন
বাইরে দূরে: বাংলা—পৌরাণিক অনন্যতায় ঘুড়িষা
জানা গিয়েছে, যে সব অনুরাগীদের হাতে ব্রোঞ্জ টিকিট থাকবে তাঁদের দাঁড়িয়েই শো উপভোগ করতে হবে।ব্রোঞ্জের আসন মূল স্টেজ থেকে অনেকটা দূরে হওয়ার এলসিডি স্ক্রিনের ব্যবস্থা থাকছে। যদিও দূরত্ব যে কোনও বাধাই নয়, প্রিয় শিল্পীর অনুষ্ঠানে সাক্ষী থাকাই আসল কথা— সেটা শো নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাসেই তা পরিষ্কার ভাবে বোঝা যায় । তবে টিকিটের দাম বেশি হওয়ায় অনেকেরই ইচ্ছে থাকলেও প্রিয় গায়কের শো দেখার সাধ পূরণ হচ্ছে না।