শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা। দিল্লিতে শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প অনুভূত। কম্পন প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয়। মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন। কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরুগ্রামেও।
শনিবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেই নেপাল। রিখটর স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। শুধু দিল্লি, এনসিআর এলাকা নয়, উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। কেঁপেছে পিথোরাগড়, পাউরি, নিউ তেহরি, বাগেশ্বরও।
আরও পড়ুন:

করোনা আক্রান্ত ৮০০ যাত্রী, জাহাজে বন্দরে ভিড়তেই ছড়াল আতঙ্ক, কোভিড সতর্কতা অস্ট্রেলিয়ায়

শীতের ছুটিতে আসছেন ‘ফেলুদা’ ইন্দ্রনীল, কবে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’?

এই নিয়ে চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার কাঁপল দিল্লি। এর আগে গত ৯ নভেম্বর ভোর রাতে রাজধানী কেঁপে উঠেছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সে বারও নেপালই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ৬.৪ ছিল কম্পনের মাত্রা। সেদিন ভূমিকম্পের জন্য নেপালে ৬ জন মারা গিয়েছেন। আহত হয়েছিলেন ৮ জন।

Skip to content