রবিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? তুলনায় অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা? তাহলে দেখে নিন, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপগুলি ইনস্টল করা আছে কি না। কারণ দ্রুত ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা ফুরিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে গুগল তাদের প্লে স্টোর থেকে মোট ১৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে।
এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, এই ১৬টি অ্যাপ ব্যবহারের ফলে গ্রাহকের অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে অংকে ওয়েবসাইট আপনাআপনি খুলে যায়। এতে শুধু দ্রুত ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়া নয়, স্মার্টফোন ব্যবহারকারীর নিরাপত্তাও বিঘ্নিত হয়। কারণ, স্মার্টফোন ব্যবহারকারীদের পক্ষে জানাই সম্ভব নয়, কখন তাঁর ফোনে ম্যালওয়্যার প্রবেশ করছে। এসি সব কারণেই দ্রুত ব্যাটারি এবং ইন্টারনেট ডেটাও শেষ হয়ে যাচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সব অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করা থাকলে এখনই আনইনস্টল করুন, দেখবেন অনেকটাই সমস্যা মিটবে।
আরও পড়ুন:

স্মার্টফোন, ই-মেল, ফেসবুক, ব্যাঙ্কের পাসওয়ার্ড মনে থাকে না? চিন্তা নেই এবার মুখ দেখালেই খুলবে, জানিয়ে দিল গুগল

সৌরশক্তিতেই হবে চার্জ! বাজারে আসছে এমন উচ্চ প্রযুক্তির নয়া স্মার্ট হেডফোন

আশ্চর্যের বিষয় হল, ওই ১৬টি অ্যাপ ইতিমধ্যেই প্রায় ২ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী ডাউনলোড করেছেন। গুগল জানিয়েছে, এই অ্যাপগুলি মূলত ছোটখাট কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন কিউআর কোড স্ক্যানার, ফ্ল্যাশলাইট, ক্যালকুলেটরের মতো কাজগুলিই করা হয় এই সব অ্যাপে। সমস্যা হল আপনার অজান্তে এই সব অ্যাপ আপনাকে ভুয়ো ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:

করোনা আক্রান্ত ৮০০ যাত্রী, জাহাজে বন্দরে ভিড়তেই ছড়াল আতঙ্ক, কোভিড সতর্কতা অস্ট্রেলিয়ায়

কেন ক্লিনিক্যাল ফেসিয়াল জরুরি? জানুন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি

 

গুগল কোন কোন অ্যাপগুলিকে সরিয়ে দিল?

ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার
স্মার্ট টাস্ক ম্যানেজার
জয়কোড
কুইক নোট
হাই-স্পিড ক্যামেরা
ইজডিকা
কে-ডিকশনারি
com.dev.imagevault Flashlight+
ফ্ল্যাশলাইট প্লাস
com.candlencom.flashlite
কম.এসএমএইচ.মেমোক্যালেন্ডার
ইজ নোটস
com.doubleline.calcul
বুসানবাস
কারেন্সি কনভার্টার
com.smh.memocalendar memocalendar


Skip to content