রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


বুধবার প্রধান বিচারপতি পদে শপথ নেবেন ডিওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথ নেবেন। চন্দ্রচূড় শীর্ষ আদালতের বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করাবেন। তিনি আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে থাকবেন।
প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট শপথ নিয়েছিলেন বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। প্রথা হল, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তাঁর নাম ঘোষণা করে দিয়ে যান। প্রথা অনুযায়ী, গত ১১ অক্টোবর প্রধান বিচারপতি ললিত সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন।
আরও পড়ুন:

নেপালে মধ্যরাতে তীব্র ভূমিকম্প, ভেঙে পড়ল ঘরবাড়ি, মৃত্যু ৬ জনের, আহত বহু

খাই খাই: আর রেস্তরাঁয় কেন? ভুনা চিকেন রেসিপি বাড়িতেই রাঁধুন সহজে

বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। এরপর ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেব ২০১৩ সালে হিসাবে শপথ নেন। সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে যোগ দেন ২০১৬ সালে। উল্লেখ্য, বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে ৭ বছর প্রধান বিচারপতি পদে আসীন ছিলেন।

Skip to content