বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


পাত্রী সিদরা নাদিম।

প্রিয় নেতার ডাক বলে কথা। বিয়ের মণ্ডপে ছেড়ে পালালেন গুণধর বর! ঘটনাটি পাকিস্তানের। পাত্রের নাম ইজাজ, পাত্রী সিদরা নাদিম। ইজাজকে বিয়ের জন্য বিয়ের মণ্ডপে সেজেগুজে অপেক্ষা করছিলেন কনে সিদরা। ইজাজও বিয়ের জন্য মণ্ডপে উপস্থিত ছিলেন। সব কিছু ঠিকঠাক চললেও বিয়ের মণ্ডপ থেকে আচমকা বেপাত্তা হয়ে যান পাত্র ইজাজ। তাঁর খোঁজে দীর্ঘক্ষণ একদিক ওদিক খোঁজও চলে। কোথাও তাঁকে পাওয়া যায়নি। সব শেষে জানা যায়, প্রিয় রাজনৈতিক নেতা ইমরান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ডাকে সাড়া দিয়ে আজাদি মার্চে যোগ দিতে বিয়ের মণ্ডপ থেকে সোজা লাহোর চলে যান ইজাজ।
পাত্রের কর্মকাণ্ডে স্বাভাবিক ভাবে রুষ্ট হন পাত্রী সিদরা। এ নিয়ে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন পাত্রী। সেখানে তিনি জানিয়েছেন, ইজাজকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ইজাজ যে তাঁকে ছেড়ে তাঁর প্রিয় রাজনৈতিক দলকে এত বেশি গুরুত্ব দেবেন, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ওই সাক্ষাৎকারে দুঃখ করে সিদরা বলেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকরেটার্স, কেটারিং সব কিছুর জন্য টাকা মেটানো হয়ে গিয়েছিল। কিন্তু হবু স্বামী ইজাজের রণেভঙ্গ দেওয়ায় সব টাকা জলে গিয়েছে।
আরও পড়ুন:

ভারত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে! উদ্বিগ্ন চিন গুপ্তচর জাহাজ ভাসাল ভারত মহাসাগরে

ছোটদের যত্নে: শিশুকে টনসিলের সমস্যা থেকে দূরে রাখতে চান? মেনে চলুন শিশু বিশেষজ্ঞের এই সব টিপস

সাক্ষাৎকারে দুঃখ করে সিদরা বলেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকরেটার্স, কেটারিং সব কিছুর জন্য টাকা মেটানো হয়ে গিয়েছিল। কিন্তু হবু স্বামী ইজাজের রণেভঙ্গ দেওয়ায় সব টাকা জলে গিয়েছে।
মণ্ডপে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সিদরা বুঝতে পারেন ইজাজ আর ফেরবেন না। এর পর পাত্রী হবু স্বামীকে ফেরত ছেয়ে খোলা চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। চিঠিতে তাঁর আর্জি, হবু বর ইজাজকে যেন যত দ্রুত সম্ভব বিয়ের মণ্ডপে ফিরিয়ে দেওয়া হয়। যদিও ইজাজ সেদিন আর মণ্ডপে ফেরেননি। কারণ, পত্র তখন আজাদি মার্চে পা মিলিয়ে দেশের রাজধানী ইসলামাবাদের পথে রওনা দিয়েছেন!
আরও পড়ুন:

বাইরে দূরে: ইতিহাস যেখানে ঘুমিয়ে আছে

Appropriate Prepositions কাকে বলে জানো কি?

পাত্রী সিদরা নাদিমও ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভক্ত। সেকারণে এত কিছুর পরও কনে বিয়ে নিয়ে আশাবাদী। ইজাজের সঙ্গেই তাঁর বিয়ে হবে বলে তিনি জানিয়েছেন। এও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি বিয়ের লেহেঙ্গা পরে থাকবেন। নাদিমের কথায়, বিয়ের পর ইজাজকে সঙ্গে নিয়ে একসঙ্গে আজাদি মার্চে হাঁটবেন। দেশের উন্নতির জন্য হাতে হাত রেখে ইমরানের পাশে দাঁড়াব।

Skip to content