বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


বিপাকে রাশিয়া। ইউক্রেনের দাবি, রবিবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। কিভ-এর এও দাবি, ইউক্রেন যখন হামলা চালায় সে সময় রাশিয়ার সেনা ততটা প্রস্তুত ছিল না। ইউক্রেনের প্রতিরক্ষা দফতর এমনটা জানিয়েছে। সোমবার ইউক্রেন জানিয়েছে, তারা ৪৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ছিল।
এ বিষয়ে ব্রিটিশ গোয়েন্দাদের মত, রুশসেনাকে যুদ্ধক্ষেত্রে বেশ ‘অপ্রস্তুত’ দেখাচ্ছে। এমন কি এখনকার রুশ সেনাকে অস্ত্র ব্যবহারে ততটা দক্ষ নয় বলেও মনে হচ্ছে না বলে তাঁরা গোয়েন্দারা মনে করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশের তথ্য অনুযায়ী, রাশিয়া এখন খুব আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার না। সবই পুরানো, আগে ব্যবহার করা হতো। যুদ্ধক্ষেত্রে পাঠানো সংরক্ষিত বাহিনীর হাতে রয়েছে একেএম রাইফেল, একে-৭৪ এম এবং একে-১২-এর মতো অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন:

অযোধ্যা: ইতিহাস ও জনশ্রুতি /২

আচমকা স্ট্রোক, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা হাওড়ার হাসপাতালে ভেন্টিলেশনে

কিভ-এর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দনেৎস্ক এবং লায়ম্যানে কমবেশি এক হাজার সেনার মৃত্যু হয়েছে। যুদ্ধে এখনও পর্যন্ত ৭১ হাজার ২০০ জন সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন সেনার জেনারেল স্টাফ শেরহি শাপতালার কথায়, ‘‘গত ২৪ ঘণ্টা আমাদের বেশ ভালোই কেটেছে। রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে।’’

Skip to content