কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আন্দোলনস্থল সল্টেলেকের করুণাময়ী চত্বরে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ এখান থেকে আন্দোলনকারীদের উঠে যাওয়া কথা বলছে। তাঁদের এও বক্তব্য, এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই অনশন-অবস্থান বিক্ষোভ না তুলে নিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
আন্দোলনকারীরাও নিজেদের দাবি থেকে সরে আসেননি। যতক্ষণ না নিয়োগপত্র পাচ্ছেন ততক্ষণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে, বারবার মাইকিং করে পুলিশ চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করছে। আন্দোলনকারীরাও আবার পালটা স্লোগান তুলেছেন। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আন্দোলনস্থলে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেয় রাজ্য সরকারকে। সেই সঙ্গে পর্ষদের কাজ যেন সঠিক ভাবে চলে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। হাই কোর্টের নির্দেশের মতো পর্ষদের সামনে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
আরও পড়ুন:
সরিয়ে দেওয়া হল সোনালিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হচ্ছেন সহ-উপাচার্য আশিস চট্টোপাধ্যায়
ত্বকের পরিচর্যায়: হঠাৎ শিশুর জ্বর আর মুখে-হাতে দানাদানা? কোন রোগের উপসর্গ? জানুন বিশেষজ্ঞের মতামত
আন্দোলনকারীদের বক্তব্য, হাই কোর্ট পুলিশকে অবস্থান-বিক্ষোভ সরানোর নির্দেশ দেয়নি। নির্দেশে বলা হয়েছে, আন্দোলনের জেরে যাতে পর্ষদের কাজ বিঘ্নিত না হয় সে দিকে পুলিশকে নজর দিতে বলা হয়েছে। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনশন চতুর্থ দিনে পড়ল। জানা গিয়েছে, আন্দোলনের জেরে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশনের দিন।