সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


কেদারনাথের পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। মঙ্গলবার সকালে এই ঘটনায় এক চালক-সহ অন্তত ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুণ্যার্থীদের নিয়ে উত্তরাখণ্ডের ফাটা থেকে উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু কেদারনাথে পৌঁছনোর আগেই ভেঙে পড়ল হেলিকপ্টারটি। ওড়ার অল্প সময়ের মধ্যেই সেটি ভেঙে পড়ে।
খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পুলিশ জানিয়েছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রাথমিক ভাবে মনে কতা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে হেলিকপ্টারটি ভেঙে পড়ল পর চারপাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে উত্তরাখণ্ডের গারু চটির কাছে। হেলিকপ্টাটি দুর্গম খাদে গিয়ে পড়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকারী দল আকুস্থলে পৌঁছতে পারেননি। সে কারণে এখনও মৃতদের বিষয়ে বিস্তারিত কোনও তথ্যই জানা যায়নি।
আরও পড়ুন:

ইলিশ ছাড়া ভাইফোঁটা ভাবা যায় নাকি, তৈরি করে ফেলুন লোভনীয় স্বাদের সরষে ইলিশের পদ

চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? তাহলে তেঁতুল দিয়ে সেরে নিন রোজকার রূপটান

এই দুর্ঘটনায় শোক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন,অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। নজর রাখছি ঘটনাটি উপর।


Skip to content