বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


বেলারুশের জেলবন্দি মানবাধিকার আন্দোলন কর্মী অ্যালিস বিলিয়াৎস্কি।

নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আন্দোলন কর্মী অ্যালিস বিলিয়াৎস্কি। নরওয়ের নোবেল কমিটি ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য শুক্রবার অ্যালিসের নাম ঘোষণা করেছে। তবে শুধু বেলারুশের জেলবন্দি অ্যালিস নন, রাশিয়া এবং ইউক্রেনের দুই মানবাধিকার সংগঠনও এই পুরস্কার পেয়েছে। মানবাধিকার সংগঠন দুটি হল— ‘রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল’ এবং ‘ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ’।
বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সমালোচনা করার জন্য অ্যালিস এখন জেলবন্দি। তিনি রাজনৈতিক বিরোধীদের উপর লুকাশেঙ্কো সরকারের দমননীতির কড়া সমালোচক। সোভিয়েত ইউনিয়নের সময়ও মস্কোর কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে সরব ছিলেন অ্যালিস। শুক্রবার বেলারুশের বিরোধী নেতা পাভেল লাতুস্কো জানান, ‘‘মানবাধিকার আন্দোলন কর্মী অ্যালিস বিলিয়াৎস্কি নিজেও বেলারুশ সরকারের দমননীতির শিকার।’’
আরও পড়ুন:

অণু জোড়ার সহজ পদ্ধতি আবিষ্কার করে রসায়নে নোবেল পেলন তিন বিজ্ঞানী

হোমিওপ্যাথি: আঁচিল নিয়ে অস্বস্তি? চিন্তা নেই, হোমিওপ্যাথিতে রয়েছে সহজ সমাধান

পর্দার আড়ালে, পর্ব-১৭: সুচিত্রা সাহস জুগিয়ে বিশ্বজিৎকে বললেন, ‘খুব ভালোই হয়েছে শটটা’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ‘রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল’ এবং ‘ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে উচ্চ প্রশংসিত হয়েছে। নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২২-এর নোবেলজয়ীরা তাঁদের দেশে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে দেশবাসীর মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হয়েছেন। মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সেই লড়াইয়ের স্বীকৃতিই হল এই পুরস্কার।’

Skip to content